আমাদের কথা খুঁজে নিন

   

শোক দিবস এবং জন্ম দিবস নিয়ে অছাম একটা কৌতুক ।

জনৈক লোকঃ কিরে কুদ্দুস কাঁদিস কেন? কুদ্দুসঃ ভাই ছাত্রদলের পোলাপাইন আমার ছাগল নিয়া গেছে! জনৈক লোকঃ সেকি!কেন? কুদ্দুসঃ আজকে তাগো ম্যাডাম এর জন্মদিন তাই আমার ছাগল দিয়া রাতে বারবিকিউ পার্টি করব! জনৈক লোকঃ মগের মুল্লুক নাকি!তুই চিন্তা করিস না আমি দেখতাসি। কয়েক ঘণ্টা পর... জনৈক লোকঃআরে!কুদ্দুস তুই এখনও কাঁদছিস!ছাত্রলীগের পোলাপান আসে নাই? কুদ্দুসঃ হুম আইছিল।তারা কইল ব্যাপারটা দেখব। জনৈক লোকঃতাহলে আবার কাঁদছিস কেন? কুদ্দুসঃ যাওয়ার সময় তারা আমার গরু টা ধইরা নিয়া গেল,আজকে নাকি তাদের নেতার মৃত্যু বার্ষিকী,আমার গরু টা জবাই দিয়া সন্ধ্যায় নাকি তারা কাঙালি ভোজ দিব!আমারেও দাওয়াত দিয়া গেল! এভাবেই কুদ্দুসরুপি সাধারণ লোকজন এই দুইদুলের জাঁতাকলে পিষ্ট হতে থাকবে... কৌতুক বাইঃ হিরক মুকিত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।