আমাদের কথা খুঁজে নিন

   

কত বৈচিত্র মানুষের মন, সত্তি অবাক করার মত!

সুস্থ ধারার রাজনৈতিক সমালোচনা করতে চায়। মানুষের মন, চরিত্র, আচার আচারণ সত্তি বড়ই আশ্চর্যময়, বড়ই বৈচিত্র মানুষের মন আর চিন্তাধারা, মানুষের বিশ্বাস কত বৈচিত্র ময় হয় তা সত্তি অবাক করার মত, ব্লগে কিছুক্ষণ আগে একটি পোষ্ট দেখলাম, যার শিরোনাম ছিল সগৌরবে গৌরবান্বিত বাংলাদেশ সেনাবাহিনী পোষ্টটি লিখেছেন কষ্টবিলাসী নামে এক ব্লগার, তার সম্পূর্ণ ব্লগটি গুরে দেখলাম, বুঝতে কষ্ট হয়নি সে কোন প্রকৃতির ব্লগার। তার সম্পূর্ণ পোষ্টটি এখানে কপি পেষ্ট দিলাম। বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের পাশে ৪ বার দাঁড়িয়েছে; '৭১, '৭৫ এর ১৫ আগষ্ট এবং ৭ই নভেম্বর, আর '০৭। তারপরও সেনাবাহিনীকে খারাপ বলে লোকজন।

একবার চিন্তা করে দেখুন সেনাবাহিনী না থাকলে ঐ ৪ সময়ে দেশের কি অবস্থা হত। এছাড়া দেশের দুর্যোগে, সংকটে-বিপদে সেনাবাহিনী এগিয়ে আসে, দক্ষতার সহিত কাজ করে। কিন্তু, জাতিসংঘে কাজ করতে গিয়ে সেনাবাহিনী অনেকটা টাকার পেছনে ছুটছে, দেশের রাজনীতির সংগেও জড়িয়ে গেছে। তবে, আমাদের আশা বাংলাদেশ সেনাবাহিনী যেন তাদের সুনাম রক্ষা করে কাজ করে। সাধারণ জনগণের চেয়ে সেনাবাহিনীরই দেশের প্রতি দায়িত্ব বেশি।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের পাশে ৪ বার দাঁড়িয়েছে; '৭১, '৭৫ এর ১৫ আগষ্ট এবং ৭ই নভেম্বর, আর '০৭। তারপরও সেনাবাহিনীকে কত বৈচিত্র ব্লগার আর তার বৈচিত্র মন আর বিশ্বাস। ১৯৭৫ এর ১৫ ই আগষ্ট, ৭ ই নভেম্বর নাকি বাংলাদেশে সেনা বাহিনী বাংলার মানুষের পাশে দাড়ীয়েছিল। ১৫ ই আগষ্ট আর ৭ ই নভেম্বর সেই সেনা বাহিনী বাংলার মানুষের পার্শ্বে দাড়ীছিল, যে সেনা বাহিনী ১৫ ই আগষ্ট একজন বৈধ জনপ্রতিনিধিকে স্বাপরিবারে হত্যা করে অবৈধ ভাবে রাষ্ট্রীয় ক্ষমতা হরণ করে, ৭ ই নভেম্বর সেই সেনা বাহিনী যে সেনা বাহীনি অবৈধ ভাবে হরণ করা রাষ্ট্রীয় ক্ষমতাকে পাকাপোক্ত করার নীলনকশার চাল বুনেছিল। যারা যে সেনা বাহিনী ক্যু ষড়যন্ত্র করে অবৈধ ভাবে রাষ্ট্রীয় ক্ষমতা হরণ করে তারা ভাল, কিন্তু যারা একটি বহুজাতিক আর্ন্তজাতিক মিশনে নিজেদের সততা আর দক্ষতা পরিচয় দিয়ে বিশ্বে শাস্তি প্রতিষ্টতায় নিজেদের নিয়োযিত করে দেশের সুনাব বয়ে আসতেছে তারা নাকি জাতিসংঘে কাজ করতে গিয়ে সেনাবাহিনী অনেকটা টাকার পেছনে ছুটছে, কি বৈচিত্র মন্তব্য।

দেখুন এই সব মানুষের মন আর বিশ্বাস, প্রতিহত করুন আর রুকে দাড়ান এই সব মানুষের বিরুদ্বে, ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।