আমাদের কথা খুঁজে নিন

   

সেই ছেলেটি

সভাপতি- বিক্রমপুর সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, সম্পাদক ঢেউ, সভাপতি- জাতীয় সাহিত্য পরিষদ মুন্সীগঞ্জ শাখা তখনও এ জাতি সভ্য হয়ে উঠেনি পরাধীনতাকেই ভাবতো স্বাধীনতা মাথা উচু করে দাঁড়াতে শেখেনি গোলামিতেই স্বাচ্ছন্দ ছিল গড়পড়তা। সে জাতির পেশিতে ছিল না জোর রপ্ত করেছিল কুঁজো হয়ে হাঁটার অভ্যাস অতল অন্ধকারে নিমজ্জিত সে জাতির ছিল না ভাগ্য বদলের কোন আভাস। কিন্তু ততদিনে জন্মেছিল টুংগিপাড়ায় একটি শিশু, বদলে দিবে বাংলাদেশ দুঃখ কষ্ট আর বদনামের দিকগুলো ঘুচিয়ে দিয়ে আনবে আলোর আবেশ। কৈশোরে সে থামিয়ে দেয় বাংলারবাঘ যৌবনে সে পরিণত হয় আদর্শ নেতায় বাহুতে তাঁর বিপ্লবী নেতা সুভাষ বসু হৃদয় জুড়ে তাঁর পূর্ণ থাকে মহাত্মায়। ভাবনায় তিনি জনমানুষের লুথার কিং চেতনায় তিনি মানবতার মার্কস-লেনিন চোখ জুড়ে তার স্বাধীনতার স্বপ্ন দিন বদলানোর স্বপ্ন ছিল অমলিন। দেখতে দেখতে সেই ছেলেটি বদলে দিলেন একটি জাতির চেতনা টুংগীপাড়ার সেই ছেলেটি না জন্মালে একটি জাতি স্বাধীনতাই পেত না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।