আমাদের কথা খুঁজে নিন

   

বেক্সিমকো লিমিটেড আবারো বিনিয়োগ কারী দের সামনে মুলা ঝুলাচ্ছে

working in DPL পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়, এমন পাঁচটি কোম্পানির সব শেয়ার অধিগ্রহণ করতে যাচ্ছে বেক্সিমকো লিমিটেড। এ জন্য নতুন করে ১০ টাকা অভিহিত মূল্যের আরও এক কোটি ৬৪ লাখ ৯০ হাজার ৪৬৩টি শেয়ার ছাড়ার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানিটি। এরই অংশ হিসেবে কোম্পানির অনুমোদিত মূলধন বাড়িয়ে দ্বিগুণ করার কথা জানানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে গতকাল রোববার এ-সংক্রান্ত সংবাদ প্রকাশ করা হয়। বেক্সিমকো লিমিটেড গত ৩১ জুলাই একই গ্রুপের বস্ত্রখাতের তালিকাভুক্ত কোম্পানি বেক্সটেক্সকে একীভূত করে নেয়।

এরও আগে তালিকাভুক্ত ও তালিকা-বহির্ভূত আরও বেশ কয়েকটি কোম্পানির শেয়ার অধিগ্রহণ করে কোম্পানিটি। এবার যেসব কোম্পানি অধিগ্রহণ করা হচ্ছে সেগুলো হলো—ইন্টারন্যাশনাল নিটওয়্যার ও অ্যাপারেলস লিমিটেড, বেক্সিমকো ফ্যাশন লিমিটেড, ক্রিসেন্ট ফ্যাশন অ্যান্ড ডিজাইন ও ফ্রেশটেক্স বাংলাদেশ (প্রা.) লিমিটেড। এ ছাড়া একই গ্রুপের প্রতিষ্ঠান বেক্সিমকো ইঞ্জিনিয়ারিং লিমিটেডের জমি ও ভবন (বেল টাওয়ার) অধিগ্রহণ করা হচ্ছে। তবে কোম্পানিগুলো কোন মূল্যায়নের ভিত্তিতে অধিগ্রহণ করা হচ্ছে, ডিএসইর ওয়েবসাইটের সংবাদে তা পরিষ্কার করা হয়নি। তাই বিষয়টি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে একধরনের অস্পষ্টতা রয়ে গেছে।

বর্তমানে বেক্সিমকো লিমিটেডের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা, এটি বাড়িয়ে এক হাজার কোটি টাকায় উন্নীত করা হবে। তবে অধিগ্রহণ ও অনুমোদিত মূলধন বাড়ানোর বিষয়ে কোম্পানির শেয়ারধারীদের মতামতের প্রয়োজন হবে। এ জন্য আগামী ১৫ সেপ্টেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।