আমাদের কথা খুঁজে নিন

   

কোন কোন মৃত্যু

( মেধাবী মানুষদের অকাল মৃত্যু কি মেনে নেয়া যায় ?) রুনা লেইস কোন কোন মৃত্যু আমাদের স্তম্ভিত করে দেয় সব পিছুটান রেখে একছুটে পালিয়ে যাওয়া কোন কোন মৃত্যু আমাদের বড় বেশি নিশ্চুপ করে দেয় বৃন্তের সজ্জিত গুচ্ছ থেকে ঝরে যাওয়া ফুল সুগন্ধির ডালি সাজিয়ে বড় বেশি বিহ্বল করে যায় । কোন কোন মৃত্যু আমাদের লজ্জায় আনত করে দেয় ঝরে যাওয়া বৃষ্টির জল মুছে ফেলে সব দাগ রক্তের তবু কোন কোন মৃত্যু খুব প্রকট ভাবে আমাদের প্রিয়জনকে ধরে রাখার অক্ষমতার কথা বলে যায় কোন কোন মৃত্যু আমাদের জীবনের শুদ্ধতাটুকু ভুলে চলমান মানুষের দায়হীন নির্লিপ্ততার মূল্যবোধ বিহীন বহমান গতিধারার দিকে আঙ্গুল তুলে খুব বেশি নির্বাক করে দিয়ে যায় । কোন কোন মৃত্যু আমাদের নষ্ট জীবনের বিপন্নতার কথা বার বার মনে করিয়ে দেয় আমাদের অলীক দম্ভ আর অহমিকার প্রাসাদ দুমড়ে মুচড়ে দিয়ে কোন কোন মৃত্যু আমাদের জানান দেয় পৃথিবীতে কোন কিছুই চিরস্থায়ী নয় ,হতে পারেনা কখনো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.