আমাদের কথা খুঁজে নিন

   

লাইভ ফিস ফটোগ্রাফি

মহলদার মাছের ছবি তোলা শুরু করেছিলাম খানিকটা শখের বশেই। হাওর অঞ্চলে কাজ করার সুবাদে স্রেফ নিজের শখের বশেই মনে হয়েছিল এখানে যেসব মাছ পাওয়া যায় তার একটা আর্কাইভ করি না কেন? সেই ভাবনা থেকেই শুরু। এরপর ২-৩ বছর ধরে কাজ করে মোটামুটি একটা কাজ দাঁড় করিয়েছি। শেষ পর্যন্ত সেটা বই আকারে প্রকাশিত হতে যাচ্ছে। (প্রকাশিত হলে এ বিষয়ে বিস্তারিত লিখব) এখন মাথায় আরেকটা ভাবনা কাজ করছে, সেটা হল লাইভ ফিস ফটোগ্রাফি।

মনে হল আমাদের দেশীয় মাছের লাইভ ছবি তেমন দেখা যায় না, এটা নিয়ে কাজ করলে কেমন হয়? সেই ভাবনা থেকেই শুরু করেছি। অনেক কঠিন কাজ। যেমন টেকনিক্যালি কঠিন তেমনি আছে আরো সমস্যা। অনেক মাছ আছে যা পানি থেকে তুললেই মারা যায়। অনেক মাছ আছে যেগুলো এত পরিমানে দৌড়াদৌড়ি করে কাচের বাক্সে যে ছবি তোলাই কঠিন।

আবার অনেক বড় জাতের মাছ যেগুলো সেগুলোর বাচ্চা পাওয়াও মুশকিল। বড় কাঁচের বাক্স নিয়ে ফিল্ডে গিয়ে ছবি তোলাও অসম্ভব। অনেক মাছের স্বভাব হল কাঁচের বাক্সে রাখলেই সে তলায় গিয়ে বসে থাকবে। ছবি তুলতে খুব ঝামেলা। আর সবচেয়ে বড় সমস্যা হল এটা করার জন্য মৎস্যজীবিরা যখন মাছ ধরে তখন তাদের কাছে গিয়ে তাজা মাছের ছবি তুলতে হবে।

বাজারে যে মাছ পাওয়া যায় তার অনেকগুলো জ্যান্ত পাওয়া গেলেও তাদের শরীরের বিভিন্ন স্থানে দাগ পড়ে যায়, আঁইশ থাকে না এবং দূর্বল হয়ে পড়ে। কাজেই সহজেই অনুমেয় কত ঝামেলার কাজ। এর পরও হাল ছাড়ছি না, দেখি কতটুকু কাজ করতে পারি। অন্তত শুধু ছোট প্রজাতির মাছগুলো হলেও তাদের জীবন্ত ছবি ধারণ করার ইচ্ছা। আর এটা নিয়ে আপাতত কোন প্রকাশনার ইচ্ছা নেই।

সব নেটে আপলোড করে দিব। কেউ যখন আমার দেশের একটা মাছের নাম লিখে সার্চ দিবে তখন হয়ত জীবন্ত মাছের ছবিটা ভেসে উঠবে পর্দায়। চলুন আজ দেখি পটকা মাছের ছবি। পটকা মাছের বৈজ্ঞানিক নাম Tetraodon cutcutia. আমার এক কলিগ তার এ্যাকুরিয়ামে পটকা মাছ রেখেছিল। পরের দিন সকালে দেখে কোন মাছের পাখনা নেই।

সব খেয়ে ফেলেছে ঐ পেটুক মশায়। কাজেই এ্যাকুরিয়ামে পটকা মাছ রাখতে সাবধান। ছবি স্বত্ত্বঃ লেখক (বলারাম মহলদার/Balaram Mahalder)। ছবি কৃতজ্ঞতা উল্লেখপূর্ব্বক যে কোন অলাভজনক কাজে এই ছবি ব্যবহারে কোন বাধা নেই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.