আমাদের কথা খুঁজে নিন

   

সবই তুমি জানো

খাদিজা আখতার রেজায়ী আমার মালিক সবই তুমি জানো, কি আমি চেয়েছি আর কতোটুকু আমি পেয়েছি, কতোটা প্রাপ্য ছিলো আমার।। অতি নগন্য , ক্ষুদ্র, তুচ্ছ তোমারই সৃষ্টি আমি তুমি জানো আমি কতোটা সত্য, কতোটা বিপথগামী কতোটা জ্ঞানের ভান্ডার তুমি দিয়েছিলে এ মাথায় কতোটুকু তার লাগিয়েছি কাজে কি ছিলো অভিপ্রায় পুঁথিগত জ্ঞান কতোটুকু ছিলো তুমি জানো তার সব সে হিসেব কষে গুনে যদি দেখি ভাবি কি অসম্ভব!! সকলি তোমার দয়া হে মালিক তোমারই করুনা রব তোমারই রহমে আমার স্বপ্ন হয়ে গেছে বাস্তব তোমারই দয়ায় অশ্রু সিক্ত দু‘চোখে ফুটেছে হাসি তোমারই দয়ায় গুণীদের সাথে দাঁড়িয়েছি পাশাপাশি তুমিই আমায় সাহস দিয়েছো দাঁড়াতে পেরেছি তাই লেখার ভাষাও ছন্দ যোগাও তুমিইতো সহসাই তোমার ক্ষমতা জানি সীমাহীন মমতারও নেই শেষ তবুও যখন মানেনা মানুষ তোমার দেয়া আদেশ গলা টিপে তার ধরোনা কখনো মাটিতে দাওনা গেড়ে কিভাবে যে সও! দাও ওদের তুমি ওদের পথেই ছেড়ে আমাকে কখনো ছেড়োনা এভাবে আমার নিজের হাতে দুনিয়াতে আমি তোমাকেই চাই তোমাকেই আখেরাতে। খাদিজা আখতার রেজায়ী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।