আমাদের কথা খুঁজে নিন

   

সড়ক দুর্ঘটনা : এ তথ্যটি কি কেউ জানতেন?

শনিবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দেশের দুই গুণিজনকে হারিয়ে গোট জাতি আজ শোকাহত। তবে যে পরিবারেই শোকের ছায়া নেমে আসুক, সে পরিবার যা হারালো, কোন কিছু দিয়েই তার ক্ষতিপূরণ করা সম্ভব নয়। প্রায়ই শোনা যায়, সড়ক দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। দুর্ঘটনার দগদগে ঘা শুকিয়ে যাওয়ার পর ওই চালককে কেউ খোঁজার প্রয়োজন মনে করেন না। অথচ যে পরিবহন এর বাসের চালক হিসেবে সে কর্মরত ছিল, সেই পরিবহন সংস্থাকে ধরলেই কিন্তু ওই চালককে পাওয়া যাবে।

আমি যে তথ্যটি জানাতে চাই তা হলো - আমাকে একাধিক চালক বলেছে, তাদের মালিকের নির্দেশ হচ্ছে - "দুর্ঘটনা ঘটলে তুমি গাড়ি ফেলে নিজের প্রাণ নিয়ে পালিয়ে যাও। আমি গাড়ি থানা থেকে ছাড়িয়ে আনবো"। আমি এরকম একাধিক চালককে জানতাম, যারা এরকম ছোটখাটো দুর্ঘটনা ঘটিয়ে পরে আবার সেই মালিকের গাড়িতেই আবার চালক হিসেবে কাজ শুরু করেছে। তাই, আমার আকুল আবেদন সরকারসহ সংশ্লিষ্ট মহলের কাছে, এমন আইন তৈরি করুন, যাতে গাড়ির চালকের পাশাপাশি গাড়ির মালিককেও একই শাস্তি দেয়া যায়, সেটি হতে পারে মৃত্যুদণ্ড বা অন্য কিছু। আর গাড়ির চালককে ধরতে চাইলে গাড়ির মালিককে ধরলেই হবে।

কান টানলে মাথা আসার মতো...। পুলিশও এ কথা জানে। ইচ্ছে করলে পুলিশ ২৪ ঘন্টা কেন, ১২ ঘন্টার মধ্যে পাষণ্ড চালককে গ্রেফতার করতে পারে। তবে গ্রেফতার করলে হবে না। এর জন্য চরম শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে এবং তা হতে হবে প্রকাশ্যে।

যাতে বাকি চালকরা কিছুটা হলেও শিক্ষা নিতে পারে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।