আমাদের কথা খুঁজে নিন

   

।। সেই মৃদু-মায়া ।।

বাঙলা কবিতা কায়া নেই, তবুও তো তারই এ-ছায়া অন্ধকারে ওঁত পেতে থাকে; আলোর আস্কারা পেলে, সেই মৃদু-মায়া, নিজেকে বলিষ্ঠ রঙে আঁকে। ভোরের আলোর মত জ্যোৎস্নায়, আমি, অশরীর-ছায়াটির সাথে__ অতীতের কাল্পনিক হ্রদে গিয়ে নামি; হাত রাখি, স্মৃতির দু'হাতে। খলখল হেসে ওঠে প্রাচীন পুস্তক, চেয়ে দেখি : নম্র প্যাপিরাস; সে চায়, ছায়ার ইতিবৃত্তটুকু হোক নিদারূন কৃষ্ণ-ইতিহাস! হ্রদের গভীরে নেই জল-টল কিছু, আলো-অন্ধকার তোলে ঢেউ; আমি ও ছায়ার মধ্যে কে কাহার পিছু? কে কাহার হন্তারক, ফেউ? কখনও উপেক্ষা পেলে, ছায়াটিও মান- অভিমান করে__ রেগে যায়__ কাঁদে; খুব সংগোপনে, শেকড় সন্ধান ক'রে, কাটে; আমাকে ভোগায়। কায়া নেই; তবুও তো এই ছায়া তার! তবে আমি? ছায়াময় হ্রদের সংসার!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।