আমাদের কথা খুঁজে নিন

   

আরে , হাজার কোটি টাকার বিমান বন্দর না করে হাইওয়ে রাস্তাগুলো চার লেন করে দেন, পাবলিক খুশি হবে।আমরা বিমানে চড়া পারুমনা, গাড়ীতে তো চড়তে দেন।

২.০ মেগাপিক্সেল মোবাইল ক্যামেরায় চলছে।যোগাযোগ <<< photopagol@gmail.com >>> কি আর বলব , ময়মনসিংহ রোডে চলছে ধর্মঘট .... মিরসরাইতে ঘটল সেই ঘটনা। মরার পরে ড্রাইভারের পরিচয়, সে লাইসেন্স ধারী কিনা ? তা দেখে লাভ কি ? বর্তমানের যারা রাস্তায় নামতেছে তাদের চেক করার কাজ কার ? বিআরটিএর কর্ম (!) কর্তাদের কাজ টা কি ? রাস্তার বাক বা ইউ টার্ন গুলো তো মরণফাঁদ ..... আজ যেটা ঘটল তাও ওমন এক ইউ টার্নেই ঘটল। কি আর লিখব। খালি থাপড়াইতে মন চাইতাছে।কাদের ? আমার সোনার বাংলার সেই সোনার কীট গুলাকে ........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।