আমাদের কথা খুঁজে নিন

   

দুই দিনের হরতাল শেষ হবে কাল সন্ধ্যায়

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সময়সীমা কমিয়ে ৩৬ ঘণ্টা করা হয়েছে। আজ সোমবার সকাল ছয়টায় শুরু হওয়া এ হরতাল আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় শেষ হবে। বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, হরতাল ৩৬ ঘণ্টার। আগামীকাল সন্ধ্যা ছয়টায় হরতাল শেষ হবে। ১১ মার্চ বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে দলের ১৫৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতাল দেওয়া হয়। পরদিন তিন নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাদেক হোসেন খোকা ও আলতাফ হোসেন চৌধুরীকে পুলিশ ছেড়ে দিলেও অন্যরা কারাবন্দী থাকায় হরতাল প্রত্যাহার করেনি জোট। হরতালের সময়সীমা নিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হলেও বিএনপির কয়েকজন নেতার সঙ্গে গতকাল রোববার যোগাযোগ করা হয়। এর মধ্যে কয়েকজন জানান হরতাল ৪৮ ঘণ্টার আবার কেউ কেউ জানান ৩৬ ঘণ্টার। Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।