আমাদের কথা খুঁজে নিন

   

আসুন হীরক রাজাকে প্রফাইল পিক বানাই । ছবি হোক নিরব প্রতিবাদের ভাষা।

আপনারা অনেকেই হয়ত সত্যজিত রায়ের 'হিরক রাজার দেশে' ছবিটি দেখেছেন । নির্দয় হিরক রাজা প্রচার প্রপাগান্ডার আশ্রয় নিয়ে সাধারণ প্রজাদেরকে তাদের মৌলিক অধিকার আদায়ের দাবিকে নিরুৎসাহিত করত, প্রতিবাদীদের চরম দন্ড দিত । আমাদের বর্তমান সরকারের কার্যকলাপ সেই হিরক রাজাকেই মনে করিয়ে দেয়। সাম্প্রতিক "হীরক রাজ্য" এর আপডেট: ১ মন্ত্রীদের মুখে কম খাওয়ার পরামর্শ, ২ বাসাবাড়িতে গ্যাস বন্ধ করে দেওয়ার সুপারিশ (সেই গ্যাস তারা ভারতে চালান দিতে চান), ৩ দিনে দুপুরে নিরীহ কিশোরকে পুলিশের সাহায্য পিটিয়ে হত্যা, ৪ ছাত্রলীগের হাতে শিক্ষকদের গণপিটুনী ৫ রাষ্ট্রপতির ডিজিটাল ক্ষমা ইত্যাদি ইত্যাদি । ডিজিটাল হীরক রাজা'র "মস্তিষ্ক প্রক্ষালণ যন্ত্র" থাকলেও আমাদের ডিজিটাল সরকারের তা নেই, তবে মস্তিষ্ক প্রক্ষালণ প্রচেষ্টার অন্ত নেই। আছে "ডিজিটাল বাংলাদেশের" ধারণা। বস্তা ভর্তি টাকা নিয়ে পকেট ভর্তি বাজার নিয়ে ফিরি আমরা। আমরা দিন দিন হীরক রাজার প্রেমে পড়ে যাচ্ছি। তাই প্রোফাইল পিকচার বদলে আমাদের ভালবাসা জানানোর সামান্য চেষ্টা । ফেসবুক ইভেন্ট-View this link  


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।