আমাদের কথা খুঁজে নিন

   

গল্প:I saw that fair a lady in white

সত্য ও ন্যােয়ের প্রতীক কাননের ঠিক গোলাপটির মত মেয়েটি হবে। চমৎকার হবে সেই মেয়েটি, যার গায়ের রং হবে ফর্সা এবং হালকা গোলাপী মিশ্রিত সাদা। গোলগাল মুখ;দু’চোখে যাদু টানা দৃষ্টি, ঠোঁটযুগল রক্ত লাল গোলাপী লিপিষ্টিক এর মতো রং। কোন ক্যামিকেল থাকবেনা, ও দু’টো ঠোঁটে, প্রয়োজন হবে না কোন লিপিষ্টিকের। এমনকি এরকম কোন আকর্ষণ করার মত পালিশ।

যেতে হবে তাকে কোন বিউটি পার্লারে, প্রয়োজন হবে কোন রুপচর্যার দক্ষ বিউটিশিয়ান। কোন মেকআপ ছাড়াই তাকে লাগবে অসম্ভব সুন্দরী। তাকে দেখলে মনে হবে সে কি এই মাত্রই কোন রুপের মঞ্জিল থেকে বের হয়ে এলো! হ্যাঁ মেয়েটি খুব চমৎকারই হবে। তার পুরো আপাদমস্তক এমন রুপ মাধুর্য়্যে ভরা থাকবে, যা কোন শিল্পী এরকম কোন ছবি আদো আর্ট বা অঙ্কন করেন নি। সে নিজেই তার তুলনা।

সৃষ্টিকর্তা তাকে অতি নিপুনতায় সৌন্দর্য বিলাসে সৃষ্টি করেছেন। যিনি এই মেয়েটিকে দেখেছেন তিনি একজন মননশীল শিল্পী এবং তার চোখ দুটি অনবদ্য সুন্দর আর তিন্নি সুন্দর উপমায় কথা বলতে পারেন। আমি তাঁর ছাত্র ছিলাম এবং খুব কাছের অতি কাছের। তিনি বললেন, ন্যাশনাল বার্ড-তোর জন্য একটি বাক্য রয়েছে। বললাম বলবেন, কি সেটা এমনকি বাক্য? আমি ডায়েরীটা এগিয়ে দিলে তিনি লিখলেন, “I saw that fair a lady in white for you only for your” তিনি আরও লিখলেন-You will get a fair lady in your life. বাক্য দু’টির বঙ্গানুবাদ করতে তিনি সময় দিলেন একমাস।

আমি সানন্দে রাজি হলাম। যদিও বাক্য দু’টির অর্থ আমি জানি,তবুও মনে মনে ভাবলাম এটা দিয়ে একটা গল্প হতে পারে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।