আমাদের কথা খুঁজে নিন

   

আমর বাই কাসেম তাবলিকে গেছেগা।

একন একানে পাভেন- http://www.amarbornomala.com/post8647.html আমর বাই কাসেমর কী জানি হয়ে গেচে। সে অটাত নামজ কালম সুরু করেচে। আমকে বলে সে নাকই দারি রেকে দিবে। আমি তাকেই বললম দারি রকলে নয়ক হভে কিববে? সে বলে সে নয়ক হভেনা। নআয়কদের কারাপ কারাপ বিডিও নাকই বাজরে বের হয়।

লকে নায়কদের কারাপ ভলে। তাচারা আমরা জিমদার ংবসের লক বলে কটা। যদি কোন কারপ বিডিও বাজরে এসে যাই তকন আমাদের বংশর কি হভে। এসব বেবে সে নাকি নয়ক হভার চিনতা বাড দিয়েচে। আমি তকে বললম পগলামি করিচ না বাই।

তকে নযক হতে হভে। সে উলতা রাগ কড়ে আমকে বলে তর জখন এত সক তুই নয়ক হ। এই বলএ সে চলে যই ঘর তেকে। পরে যানতে পারি সে তাবলিক এর সাথে গেচে। আমদের এলকার মরওববী তবরক কাকার সাতে সে নাকি তাবলিকে গেচে।

ঘরে মভইলতা রেকে গেচে। আমর মা কুব কুসি। করন তিনই চাইতন না চেলে নায়ক হক। আমর মন কারাপ কারন আমই বাবচিলাম আমর বাই নয়ক ওলে আমি আপু বিসসাস, চাকিবা, পুপি, চাহারা, সাবানুর, চিমলাডের সাটে ডাইরেট একসাতে বসব কতা বলব, কাব। একন আমর সব সপন সেস হয়ে গেল।

মনতা আবার কারাপ হইয়ে গেল। দূর। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।