আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর সেরা দশটি দুর্নীতিগ্রস্ত দেশ

সকল স্বপ্ন সত্য হবে- ছেড়েছি এই আশা, জরুরী নয় সব স্বপ্নই- সত্য রুপে আসা... (১০) Equatorial Guinea > এটি কন্টিনেন্টাল আফ্রিকার খুব ছোট একটি দেশ। বর্তমান প্রেসিডেন্ট Teodoro Obiang Nguema Mbasogo। (৯) Uzbekistan > সেন্ট্রাল এশিয়ার একটি দেশ। আগে সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। (৮) Bangladesh > এই দেশ সম্পর্কে আর কিছু বলার নাই।

সবাই জানে। সান্ত্বনা একটাই, যাক বাবা, ১-এ তো নাই...!!! (৭) Chad > এটাও সেন্ট্রাল আফ্রিকার একটা দেশ। (৬) Democratic Republic of Congo > আয়তনের দিক থেকে আফ্রিকার তৃতীয় বৃহত্তম দেশ এটি। (৫) Sudan > এটি আয়তনের দিক থেকে আফ্রিকার সবচেয়ে বড় দেশ। (৪) Guinea > ওয়েস্ট আফ্রিকার একটি জাতি।

পূর্বে ফ্রেঞ্চ গিনিয়া নামে পরিচিত ছিল। (৩) Iraq > মিডল ইস্ট-এর একটি দেশ। (২) Myanmar > যিওগ্রাফিকাল দিক থেকে সাউথ ইস্ট এশিয়ার সবচেয়ে বড় দেশ। (১) Haiti > লাতিন আমেরিকার একটি দেশ। (বি,দ্র- আমেরিকানরা এগুলায় এক নাম্বারেই থাকব,এটা জানা কথা) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.