আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের প্রতিদিনের যাপিত জীবন

শাফিক আফতাব-------- নিজকে আড়াল করি, প্রতিদিন কত মিথ্যের ভেতর দিয়ে নিজকে যে চালিত করি তার হিসেব পাইনে, সমাজবদ্ধ মানুষের সাথে দেখা হলে দাঁত কেলিয়ে হাসি, স্বচ্ছ সাদা দাঁত বের করে বুঝাই সুখেই যাচ্ছে আমার দিন দাম্পত্য সংকট নেই, জমিজমার দাগ খতিয়ানে কোনো ভুল নেই, কর্মস্থানে সবাই বন্ধুপ্রতীম, কলিগরা ভাইয়ের মতোন, সুন্দর একটি স্বাধীন দেশে বাস করছি আমরা। অথচ কত মিথ্যে আর অভিনয়ের মধ্যে দিয়ে অগ্রসর হতে হয় প্রতিদিন। আমাদের। জননী রিং করেন, বাবা কী খবর ? ‘ভালো আছি মা, কোনো সমস্যা নেই’ তিনি যদি বলেন, : ‘হরতালে বাহিরে যেওনা’ আমি রাজপথে থেকে বলি, : ‘আমি নিরাপদে বাসায় আছি মা তুমি ভেবোনা’ ; অথচ আগুণ, ভাংচুর বোমার উৎকণ্ঠা নিয়ে সিটি বাসে চেপে অফিসে হাজিরা দিতে হয়। মূলত ভলো নেই আমরা, আমরা কেউ ভালো নেই, আমরা আষ্টেপৃষ্ঠে সমস্যার ভেতর মুখ থুবড়ে ন্যুজ্ব পড়ে আছি অথচ মুখে আমাদের ভাষা নেই, : ‘আমরা যে ভালো নেই’ বিদেশী কোনো বন্ধু জানতে চাইলে বলতে হয়, এ্যামিনেস্ট ইন্টান্যাশনালের রির্পোট প্রস্তুতে ভুল ছিলো আমরা অত খারাপ না, সোনার দেশ আমাদের আমরা ভাষাচেতনায় ভাষা ভিত্তিক রাষ্ট্র গঠন করেছি, এখানে জাতি-ধমর্-বর্ণ নির্বিশেষে সবার এক নিরাপদ শান্তস্নিগ্ধ পরিবেশ বিরাজিত। অথচ কত সংকট আমাদের ! আমরা মুখ খুলে বলিনা,............. আমাদের বলার ভাষা নেই .......... ১৮.০৩.২০১৩

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।