আমাদের কথা খুঁজে নিন

   

ওয়েব ডেভেলপারদের বলছি...

বম ভোলানাথ আচ্ছা, আপনারা কি কখনো এমন কোন সমস্যায় পরেছেন যে, আপনি একটা পিএইচপি মাইসিকুএল সাইট লোকালহোস্টে তৈরী করে দিলেন, আর তা ওয়েব সার্ভারে আপলোড করার পর তা আর কাজ করছে না। চরম সমস্যায় আছি। মেইনলি কাজ করতাম সি শার্পে। কিন্তু পিএইচপি এর সহজবোদ্ধতা এবং ক্রশ প্লাটফর্ম সাপোর্টের জন্য এদিকে ঝুকলাম। কারন হচ্ছে আজকাল কাস্টোমাররা চায় একই জিনিশ যেন নানান জায়গা থেকে দেখা যায়।

মূল কারন ল্যাপটপ। তো সি শার্পে খুবই ভালো কাজ করা যায় এবং কোড সিকিউরিটি চরম কিন্তু এই যায়গায় ধরা খেলাম। এক নাম্বার সমস্যা হল শুধুমাত্র উইন্ডোজ প্লাটফর্ম। এটা অবশ্য সমস্যা নয়। কারন কাস্টোমারদের মধ্যে এমন কেউ নেই যে লিনাক্স ব্যবহার করবে।

কিন্তু নেটওয়ার্ক নিয়ে কাজ করা সি শার্পে যে ঝামেলা তা যারা করেছেন তারাই বুঝবেন। সেক্ষেত্রে এএসপি ব্যবহার করা যায়। ডট নেটের কল্যানে এএসপি আর সি শার্প প্রায় সেইম ল্যাঙ্গুয়েজ। একই সমস্যা। অত টাকায় এএসপি এর সার্ভার কে কিনবে।

এসব দিক দেখে ঝুকলাম পিএইচপি তে। প্রথম প্রথম wamp সার্ভার ব্যবহার করতাম লাইটনেস এর জন্য। কয়েকদিন আগ পর্যন্তও ব্যবহার করতাম। এই কিছুদিন আগে প্রথম সমস্যায় পড়ি। আমার লোকাল হোস্টে ডেভেলপ করা সাইট ওয়েব সার্ভারে সেসন নিয়ে ঝামেলায় পড়েছে।

আমি মূলত ওয়েব ডেভেলপমেন্ট করি। মানে প্রোগ্রামিং করি। তো একটা সাইট বানাতে হলে তাতে লগইন লগ আউট দিতে হবেই। দিচ্ছিলামও। কিন্তু দেখা যাচ্ছিলো যে আমার সার্ভার সেসন সেভ করে রাখতে পারছে না।

অন্য পেজে গেলেই সেসন নষ্ট হয়ে যাচ্ছে। প্রথমে বুঝতে পারলাম না কি সমস্যা। আমার লোকালহোস্টে খুব ভালো চলছে। সার্ভারে চলে না। দেখি সার্ভারের সফটওয়্যার হল XAMPP।

তাই ওটা নামিয়ে ইন্সটল করলাম। দেখি আসলেই এতে সেসন কাজ করছে না। প্রথম থেকে শুরু করলাম। প্রতিটা লাইন লিখেছি আর চেক করেছি। ফল পেলাম।

লোকাল xampp এ চলে। সার্ভারে আপলোড করলাম। সেইম সমস্যা। আমার কাছে রীতিমত ভৌতিক মনে হল। সার্ভারের সব কিছু চেক করলাম।

ভার্শান টার্শান সব। কোন সমস্যা নেই। এর মাঝে উইন্ডোজ মার খাওয়ায় আবার সেভেন দিলাম। কাজ করতে গিয়ে দেখি আমার লোকাল হোস্টে ওটা আর কাজ করছে না। আবার প্রথম থেকে করলাম।

হল। বুঝলাম সার্ভারেও তাই করতে হবে। সার্ভারে লাইভ সফটওয়্যার ডেভেলপমেন্ট করা আর ১২ ইঞ্চি স্কেলে হিমালয় মাপা সমান কথা। তাও আবার লাইন বাই লাইন লিখে সার্ভারে আপলোড করে রেজাল্ট দেখা। যাক, গতকাল সারা রাত কাজ করে ওটাও করেছি।

সকালে মুখে হাসি। কাজ হয়েছে। একটু আগে চেক করতে গিয়ে হাসি মুছে গেল। সেই সমস্যা। আমি লগইন করছি আর সে লগইন করাচ্ছে না।

আমি প্রচন্ড রকমের বিরক্ত। আমার কম্পিউটার থেকে শুরু করে সার্ভার, xampp, মায় পিএইচপি পর্যন্ত সবার উপর। সবচেয়ে বেশি যে আমাকে ঐ কাজটা দিয়েছে মানে কাস্টোমার। ভাবছি পিএইচপি ছেড়ে দিবো। ব্যাক টু সি শার্প এন্ড এএসপি ডট নেট।

তবে কেউ যদি এই আজব সমস্যার সমাধান জেনে থাকেন তবে কমপক্ষে আগামী এক বছর পর্যন্ত তার প্রতি কৃতজ্ঞ থাকবো। আর সমাধান দিলে দেড় বছর। ধন্যবাদ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.