আমাদের কথা খুঁজে নিন

   

▲ △ঈশ্বরের দীর্ঘশ্বাস △ ▲ একটি অতিপ্রাকৃত সায়েন্স ফিকশন- কিনবা একটি ননফিকশন


এর আগে তিনি এ রকম আরও তিনটি প্রাণ সঞ্চালনের ক্ষেত্র তৈরি করেছিলেন। কিন্তু প্রতিবার তিনি ব্যর্থ হয়েছেন। উনার সৃষ্ট প্রাণ গুলো নিজেদের মাঝেই মারামারি করে মারা গেছে। নিশ্চিহ্ন হয়েছে তিনটি প্রাণ সঞ্চালন ক্ষেত্র। এই বার ও তাঁর সামনের গোলক গুচ্ছের মাঝে তৃতীয় প্রাণ সঞ্চালনের ক্ষেত্রে তিনি গোলমাল দেখতে পাচ্ছেন।

তাঁর সৃষ্ট তৃতীয় প্রাণ ক্ষেত্র কে তিনি যুদ্ধ মুক্ত করতে পাঠিয়ে ছিলেন নিজের শরীরের অংশ থেকে সৃষ্ট একজন দুত। সেই দুত প্রাণ ক্ষেত্রে একটি বিশেষ বার্তা নিয়ে গিয়েছিল। সেই বার্তা টিই ছিল সেই প্রাণ ক্ষেত্র ধবংসের মূল কারন। সবাই নিজেদের মনগড়া কাহিনী কে সত্য ঘোষনা করে যুদ্ধ ঘোষনা করে যুদ্ধ করে মারা গেছে। কিন্তু তিনি এবার ভুল করতে চাননি।

তিনি একজনের বদলে পাঠিয়েছেন কয়েক সহস্র দুত। সবাই সত্যের কথা বলে গেছে। সবাই শান্তির কথা বলে গেছে। কিন্তু এইবার ও তিনি তৃতীয় গোলক টিকে বাঁচাতে পারবেন বলে মনে হয়না। এবার ওরা নিজেদের মাঝে চতুর্মুখি যুদ্ধে অবতীর্ণ হয়েছে।

সবাই হয়ে গেছে দুর্নীতি পরায়ন, দখলবাজ ও মিথ্যাবাদি। যে যেদিকে পারছে দখল করছে। দুটো বড় বড় যুদ্ধ করে ধবংস হয়েছে অনেক অনেক মূল্যবান প্রাণ। কিন্তু তিনি কিছুতেই থামাতে পারছেন না। তাঁর পাঠানো দুতেরা কিছুতেই কিছু করতে পারেনি।

তাঁর পাঠানো বানী এখন কেউ শুনেনা। নিজেদের মাঝে হানাহানি এতই বাড়িয়েছে সেই প্রাণী গুলো কে তিনি এখন নিয়ন্ত্রন করাই ছেড়ে দিয়েছেন। অচিরেই এই তৃতীয় গোলক যুদ্ধ করে প্রাণ শুন্য হলে তিনি এই পরীক্ষা নিরীক্ষা বাদ দেবেন। অনেক হয়েছে -আর না- শুধু শুধু নিজের স্তুতি শোনার জন্য মানুষ নামের নিকৃষ্ট প্রাণী বানানোর কোন মানেই হয়না- ভেবেই তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন.... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।