আমাদের কথা খুঁজে নিন

   

মা, গ্রুপে আডমিন আবশ্যক।

বুদ্ধিজীবী হতে ডিগ্রী লাগেনা। মা। আমাদের অতি পরিচিত একটি শব্দ। আমাদের আবেগ, অনুরাগ, অভিমান, প্রেরণার উতসভূমি। শিশুর মুখে প্রথম যখন আধো আধো বোল ফোঁটে তখন প্রথম শব্দটাই থাকে মা ।

মাকে নিয়ে সন্তানের উচ্ছ্বাসের সীমা নাই। মা মানে সবকিছু। মমতা, নিরভরতা, ভালবাসা সব। মাকে সুখী করতে পারাটাই জীবনের সব থেকে বড় পাওয়া। যদিও মা খুব অল্পতেই খুশী হয়ে যান সবসময়।

আমি সামুতে আছি বছরখানেক। ব্লগ ও লিখে ফেলেছি কিছু। খুব বেশী একটা লেখালেখী আসেনা আমার। তবে সামুতে আমার সব থেকে বড় প্রাপ্তি, মা' কে নিয়ে একটি গ্রুপ খুলতে পারা। গ্রুপে এখন মোট ১৫৭ জন সদস্য আছেন।

আমি চাইছি মা কে যে সব সন্তানেরা ভালবাসেন তাদের সবাইকে এই গ্রুপে জড় করতে। মা কে নিয়ে আমাদের অনুভুতি গুলো সবার সামনে তুলে ধরতে, শেয়ার করতে। মা কে এত ভালোবাসি অথচ কখনো তাকে মুখ ফুটে বলাই হয় নাই মা, তোমাকে ভালবাসি। আমার একার পক্ষে এই গ্রুপটি চালানো সম্ভব হচ্ছেনা। তাই কিছু উদ্যমী সহবন্ধুকে খুঁজছি যারা মা কে নিয়ে লেখালেখী করতে অথবা পড়তে ভালবাসেন মা নিয়ে যাদের আগ্রহ আছে তাদের সাথে আমি গ্রুপটি পরিচালনার ভার শেয়ার করতে চাই।

আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তবে জাস্ট একটা আওয়াজ দিন। বাকি কাজগুলো আমরা একসাথে করব। আশাকরি আগামী মা দিবসে আমরা মা'কে নিয়ে আমাদের অনুভূতি সম্মিলিতভাবে সারা পৃথিবীকে জানাতে পারব। হাতে সময় থাকলে আমাদের গ্রুপ থেকে ঘুরে আসতে পারেন। এখানে খোঁচা মারুন, মা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।