আমাদের কথা খুঁজে নিন

   

রাতের ঢাকা

রাতের ঢাকা অন্ধকার এসে হঠাৎ করেই যেন নিস্তব্ধ করে দেয় ঢাকাকে ক্লান্তি এসে ভিড় করে মানুষ ও গাড়ির চাকাতে। থেমে যায় কৌতুহল কোলাহল আর নানান দূষণ; অন্ধকার এসে যেন পাল্টে দেয় ঢাকার ভূষণ। ক্লান্ত-বিদ্ধস্ত হয়ে মানুষ যখন ঘরে ফিরে যায়, নিস্তব্ধ তখন শহরটা-কাঁদে যেন হায় রাতের আধাঁরে ঢাকা এক নুতন রূপ ধারণ করে; সে সৌন্দর্য দেখার সময় কোথায় মানুষের-তারা তো ঘুমিয়েই পড়ে। রাতের রূপ অলীক পাখি হয়েই রইল একা হায়!খেটে খাওয়া মানুষের চোখে এ সৌন্দর্য দিল না দেখা। সুন্দর আর কুৎসিৎ রূপের এই আমাদের ঢাকা বাংলাদেশের মাঝখানে এ শহরটা মানচিত্রে আঁকা। ---------------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।