আমাদের কথা খুঁজে নিন

   

ভাল থাকিস দোস্ত

আমি একটা বাচ্চা ভুত। খাই দাই ঘুমাই আর মানুষকে ভয় দেখাই। কিন্তু আমি বাচ্চা ভুত তো তাই মানুষ ভয় পায় না। বড় হলে ঠিকমত ভয় দেখাতে পারব! এখন নাহয় ব্লগই লিখি। কিন্তু আমার খালি ঘুম পায়।

-তোরে কইসে। এত্ত সহজ। তুই বলবি ঘুম পাড়ানি মাসি পিসি আর আমি নাক ডাকা শুরু করুম। -হ তাই। তুই ঘুমা এখন নাইলে তোর ল্যাপটপ কইলাম আমি আছাড় দিয়া গুড়া গুড়া করুম।

-কালকে তোর কথা শুইনা ট্রাই মারসিলাম। চোখের নিচের কালি এখনও বলবৎ আসে। আজাইরা ভেড়া গুইনা যে টাইম নষ্ট করসি অইটা দিয়া প্রডাক্টিভ কিছহু করা যাইতো। -তোরে দেখতে যোম্বী যোম্বী লাগতেসে -তুই যোম্বী তোর ১৪ গুষ্টি যোম্বী। -তুই জানস কম ঘুমাইলে ওজন বাড়ে? জীবন দূর্বিশহ হইয়া যায়।

-তোরে কোন পন্ডিতে কইসে? -আমারে দেখ। আমার বডি এক্কেরে পারফেক্ট। এই দেখ আমার মাসল আর এবস! আমি ডেইলী ৯ ঘন্টা ঘুমাই। -শালার জীবনের তিন ভাগের দুই ভাগই ঘুমাইলি আর জিমে গেলি তুই। আজাইরা টাইম নষ্ট।

-আমার ব্রেইন তোর থাইকা বেশি শার্প। বেশী ফোকাসড। আমার তোর থাইকা বেশী এনার্জী। -ভাল হইসে। তুই মিস্টার বাংলাদেশ।

এহন ভাগ। -শুন, ঘুমাইতে গিয়া চোখ বন্ধ কইরা সারা দিন কি কি করলি সব মনে করবি। চোখ খুলা থেকে শুরু করে চুল আচড়ানো, ব্রেকফাস্ট সব। কিচ্ছু বাদ দিবিনা। কিচ্ছু না! -টয়লেট করার কথাও মনে করতে হবে? -অই শালা তুই আমার লগে মশকরা করস? আমি তোরে হেল্প করতাসি।

-তোর হেল্পের মায়েরে আমি আন্টি ডাকি! গেলি এইহান থেকে! -যামুনা। কি করবি? পুলিশ ডাকবি? -হ ডাকুম। যা ভাগ। ঘুমায়া ঘুমায়া ব্রেইন শার্প কর। -বুঝবি বুঝবি একদিন ঠিকই বুঝবি! আমার বন্ধুটা আমাকে আর রাত্রে ঘুমানোর কথা বলে না।

কখনো বুঝিনি এত তাড়াতাড়ি চিরদিনের জন্য ঘুমিয়ে যাবে সে। ভাল থাকিস দোস্ত……. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।