আমাদের কথা খুঁজে নিন

   

অ আ আজকের লেখালেখি - ২৮০ (ভালোবাসার কথা)

কাঁদছো !! কান্নাতে তোমাকে দারুণ দেখায় ! দু’টো মানুষ একসাথে কত পথ চলা হাতে হাত রেখে কথা বলা কেন সব করে অবহেলা কেন শেষমেষ এসে বিদায়........ (অঞ্জন দত্ত) আমি ছোটবেলা থেকে অঞ্জন দত্তের এই গানের ভীষন ভক্ত। কাল রাত প্রচন্ত ক্লান্তি দিয়ে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম ভাঙলো সেই ঘোর অন্ধকারের সকাল ৪.৪৫ মিনিটে। আর ঘুম আসলো না। আমি গানের ভিডিওগুলো দেখতে দেখতে হঠাৎ পেয়ে গেলাম অঞ্জন দত্তের পরিচালিত একটি টেলিফিল্ম “ভালোবাসার কথা”।

এইআইভি ভাইরাসে আক্রান্ত একজন সিনিয়র শিক্ষকের বাকী জীবনকে নিয়ে এই গল্প। ইতিহাসের শিক্ষক যিনি সারাজীবন ব্রত শিক্ষকতা নিয়ে। সেবাই যার ধর্ম । সেই মানুষটিকে সমাজ অভিশপ্ত করে তুললো। একজন রোগাক্রান্ত মানুষের জীবন যে অভিশপ্ত নয় সেটি বোঝানোর চেষ্টা করা হয়েছে কতগুলো ভালোবাসার কথামালা দিয়ে।

এই রোগক্রান্ত মানুষটাকে মানসিকভাবে বিপযর্স্ত করার জন্যে প্রিয় মানুষ তাকে ছেড়ে চলে যায়। নিজের ছেলে তাকে ঘৃনা করে। শিক্ষকতার পথে প্রিয় ছাত্রদের হাস্যরসের পাত্র, সহকর্মী শিক্ষকদের সীমাহীন গন্জনা। সারাজীবন সেবাব্রত শিক্ষক প্রাক্তন আর্মি অফিসার ক্যাম্পে ক্যাম্পে রক্ত বিলিয়ে সমাজ সেবা করতেন। শিক্ষিত সমাজ অশিক্ষিতের মতন তাকে এখন ছোঁয়াচে রোগী বলছে।

চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে। গোপনে হাসাহাসি করছে তার প্রিয় ছাত্ররা ও সহকর্মীরা। এইভাবে অভিশাপ নিয়ে একটা ভালো মানুষকে নিয়ে গল্প। আমাদের দেশে এমন কত মানুষ আছে যারা নিজেদেরকে অভিশপ্ত মনে করে মৃত্যু কামনা করছে। আমাদের এই শিক্ষিত সমাজে কত অশিক্ষিতের ভীড় যারা ভালোবাসার কাছে নিতান্ত ভিক্ষুক।

১৮ই মার্চ, ২০১৩ -------------------------------------------------------------------------------- লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২৮০/৩৬৫ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।