আমাদের কথা খুঁজে নিন

   

শিরোনামহীন

সাধারন মানুষের অসাধারন কথা বলতে চেষ্টা করি -হ্যালো -হ্যালো কে? -হ্যালো আমি? -নাম নাই? -নাম আছে! রুদ্র... তোমার নাম কি? -আমার নাম জিজ্ঞেস করার জন্যে ফোন করেছ?? -না! আমার নাম তো বললাম তোমার নামটা ও বল... -জরিনা! -ও জরিনা! বাহ চমৎকার নাম... -কেন ফোন করেছ? -কথা বলতে ইচ্ছে হইল তাই... -নাম্বার কই পাইলা? -আমার নাম্বার আর তোমার নাম্বার প্রায় এক! শুধু লাস্টের ডিজিট উল্টো করে দিসি... -বাহ! আজাইরা... -হুম! আকাশে খুব সুন্দর অর্ধ চন্দ্র... তোমাকে অর্ধ চন্দ্র দিলাম! -ফাজলামি কর?? অর্ধ চন্দ্র হইল বাংলা বাগধারা, মানে হইল গলা ধাক্কা -তুমি নিশ্চয়ই এবার ভার্সিটি অ্যাডমিশন দিবা... -কেন মনে হইল?? -বাগধারা জ্ঞান এত প্রবল! নিশ্চয়ই অ্যাডমিশনের জন্যে পড়ছ... -এটা জানতে হইলে অ্যাডমিশনের ছাত্রী হইতে হয় না... বাগধারা চ্যাপ্টারের প্রথমেই এটা থাকে... -কবিতা শুনবা? -তুমি তো পুরাই খচ্চর টাইপ! অপরিচিত নাম্বারে ফোন করে কবিতা শুনাও... -হুম! খচ্চর টাইপ না... গন্ডার টাইপ!।চামড়া মোটা... কবিতাটা স্পেশাল! -আমার এসব কবিতা ফবিতা ভাল লাগে না... -"গরুর লেজ নড়ে চড়ে। লেজ উঠাইলে গোবর পড়ে যখন শুধু গোবর পড়ে তোমার কথা মনে পড়ে... যত দিন পড়বে গোবর নেব আমি তোমার খবর!! -ইয়াক! থু... তোমার মেণ্টালিটি তো পুরাই ক্ষেত!! -হুম! উর্বর ক্ষেত! বিজ রোপণ করলে ধান হবে... -তো ভাল জিনিষ চাষ কর!এসব আগাছা চাষ করছ ক্যান? -বাহ! ঠিক আছে...তো জরিনা তোমার নাম কি?? -জরিনা! -না তুমি যদি তোমার সত্য নাম বল আমি আমারটা বলব! -তোমার নাম রুদ্র না? আমার নাম জেরিন আমার ফ্রেন্ডরা সব আমাকে জরিনা ডাকে...তোমার নাম কি আসলে?? -আমার নাম আসলেই রুদ্র! তুমি বলছ না দেখে একটু ট্রিক্স করলাম... -তুমি তো খুব ফাজিল -তোমাকে আমার পছন্দ হইসে, I love you! -কি? কি বললা? -না আমাদের কাজের ছেলের নাম লেবু! ওকে ডাকলাম এ্যাই ল্যাবিউ! -ফাজিল ছেলে... তুমি তো মহা বদ পোলা... -হুম!...(টুট টুট টুট) রুদ্রের মোবাইলের চার্জ শেষ!! গল্প ও শেষ..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।