আমাদের কথা খুঁজে নিন

   

রয়াল নেভির কমান্ড পেলো এক নারী

সূত্র হতে পড়তে চাইলে এই লিংকে ক্রিক করেন। যুদ্ধজাহাজের নেতৃত্ব পেলো এক নারী। ব্রিটেনে রয়াল নেভি তাদের ৫০০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারীকে যুদ্ধজাহাজের নেতৃত্ব অর্পণ করলো। ৩৯ বছর বয়সী সারা ওয়েস্ট নামের ওই নারী এখন থেকে রয়াল নেভি এইচএমএস পোর্টল্যান্ডের একজন কমাণ্ড দানকারী নারী। জাহাজের ১৮৫ ক্রু মেম্বার তার আদেশ মেনে চলবে।

দায়িত্ব পালনকালে তাকে বছরে ৬৫ হাজার পাউন্ড দেওয়া হবে। ব্রিটেনে নারীদেরকে সাধারণত ছোট এবং যুদ্ধে ব্যবহৃত হয়না এমন সামরিক জাহাজের কমান্ড পজিশনে দায়িত্ব দেওয়া হতো। লেফটেনেন্ট সারা ওয়েস্ট এক্ষেত্রে ব্যতিক্রম। তিনি কঠিন পরীক্ষার মধ্যদিয়ে ছেলেদেরকে হারিয়ে এ সফলতা অর্জন করেন। পরীক্ষায় তিনি তার আত্মবিশ্বাস,নেতৃত্বগুণ, উপস্থিত বিচার বিবেচনা, মনোবল ও সাহসের সকল বিভাগে ছেলেদের হারায়।

ফলে এক প্রকার বাধ্য হয়েই তার ওপর এ দায়িত্ব অর্পন করা হলো। ব্রিটেনে বর্তমানে ৬৫০ জন নারী নেভি অফিসার আছে। প্রতিটি যুদ্ধজাহাজে গড়ে ১০ শতাংশ নারী ক্রু হিসেবে কাজ করে। রয়াল নেভির মুখপাত্র সারা ওয়েস্টের নিয়োগটি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন। সারা ওয়েস্ট ২০১২ সালের এপ্রিল থেকে এইচএমএস পোর্টল্যান্ডের দায়িত্ব বুঝে নেবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।