আমাদের কথা খুঁজে নিন

   

যে পারে সব অবস্থায় পারে ! আর যে পারে না প্রেসিডেন্ট হলেও পারে না !!

সাধারণ মানুষের সাধারণ কথা। পড়ালেখা শেষ করে শুধু মাত্র চাকরীর জন্য ঘুরছি ......... কত জনকে বলেছি। পরিচিত অনেক বড় বড় অফিসার এবং আত্মীয় স্বজনদের কাছে গিয়ে বলেছি ভাল একটা চাকরী। অনেক অপেক্ষা, আর সবার কাছে ঘুরে ঘুরে শুধুমাত্র সময় নষ্ট করা ছাড়া আর কিছুই হয়নি। তবে বেকার ছিলাম না কখনও।

কোন না কোন একটা কাজে লেগে ছিলাম। তবে দু:খ লাগত এত করে সবাইকে বলছি, কেউ কি আমার জন্য একটা ভাল চাকরী ম্যানেজ করতে পারে না ??? ঐ সময় রাগ করে অভিমান করে সবাইকে বলতাম ........... যে পারে ৪র্থ শ্রেণীর কাজ করেও পারে, আর যে পারেনা প্রেসিডেন্ট হলেও পারে না !!! যদিও আমার কথায় আমার বিশ্বাস ছিল তবুও আমার কথাটা সত্য অনুভব করলাম। যখন দেখলাম একজন রিক্সা চালক (জয়নাল) নিজেই একটা হাসপাতাল চালাচ্ছে। আমাদের সমাজের ধনী ব্যক্তি্দের চোখে আঙ্গুল দেখিয়ে দিয়েছে যে, সব কিছুই সম্ভব। আসলে টাকা হলেই সব কিছু করা যায় অথবা প্রভাব থাকলেই যে সব হয় তার কোন ভিত্তি নেই।

মানুষের ইচ্ছা এবং চেষ্টা মানুষের লক্ষ্যে পৌছে দেয়। যার জ্বলন্ত দৃষ্টান্ত আমাদের সমাজের গর্ব রিক্সা চালক (জয়নাল)। গোবরে পদ্ম ফুল ফোটে। কথাটা আসলেই সত্যি। কারন মানুষ কি না পারে।

যেকোন অবস্থা থেকেই ভাল বা খারাপ কাজ করেও কিন্তু খ্যাতি অর্জন করা যায়। যাহা সমাজরে উচ্চবিত্ত মানুষের পক্ষে করা সম্ভবপর হয় না। কাজেই আমি সব সময় বিশ্বাস করি। যে পারে "সব অবস্থা থেকে পারে" আর যে পারে না সে "যত বড় হোক না কেন পারবে না"। কারন কোন কিছুর পারাটা একটা যোগ্যতা।

আল্লাহ আমাদেরকে এই সকল যোগ্যতা সম্পন্ন লোকদের কাতারে শামিল করুক যারা ইচ্ছে ও চেষ্টার মধ্য দিয়ে যারা কিছু করতে চায় "সমাজের জন্য" "দেশের জন্য" ........... কারন আমাদের দেশে সেই সকল লোকের অভাব যারা দেশের জন্য সত্যিকার অর্থে কোন কিছু করতে চায় ........... যাদের থাকে না কোন উচ্চ আকাঙ্খা, যারা সব সময় নিজেদেরকে বিলে দেয় মানুষের মধ্যে, বিনিময়ে কোন কিছু আশা করে না ........... আন্তর্জাতিক মিডিয়া ::: আল জাজিরা রিপোর্ট Click This Link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।