আমাদের কথা খুঁজে নিন

   

।। স্বপ্নগুলো // ল্যাংস্টন হিউস ।।

বাঙলা কবিতা ধরো, দ্রুততায়, স্বপ্নগুলোকে ধরো, কেননা যখন বিদেহী স্বপ্নেরাই__ জীবন তখন ডানাহীন, মনে করো, শত চেষ্টায়ও, ওড়ার সাধ্য নাই। ধরো, এক্ষুণি, স্বপ্নগুলোকে ধরো, কেননা যখন স্বপ্নেরা আর নাই__ জীবন তখন ধু-ধু মাঠ, মনে করো, জমে থাকা এক শাদা বরফের চাঁই। Dreams by Langston Hughes ____________ Hold fast to dreams For if dreams die Life is a broken-winged bird That cannot fly. Hold fast to dreams For when dreams go Life is a barren field Frozen with snow. ________ভাষান্তর : রহমান হেনরী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।