আমাদের কথা খুঁজে নিন

   

দেশ পরিচিতি: সৌদি আরব

সৌদি আরব রাষ্ট্রীয় নামঃ কিংডম অব সৌদি আরব কনসেল্টেটিভ অ্যাসেম্বলি রাজধানীঃ রিয়াদ আয়তনঃ ২,৫৩,০০,০০০ বর্গ কি.মি. জনসংখ্যাঃ ২,৫১,০০,৪২৫ জন ভাষাঃ আরবি মুদ্রাঃ সৌদি রিয়াল শিক্ষার হারঃ ৭৩% ধর্মঃ মুসলিম মাথা পিছু আয়ঃ ১৫,৭১১ মা. ডলার গড় আয়ুঃ ৭০ বছর জাতিসংঘের সদস্য পদ লাভঃ ২৪শে অক্টোবর ১৯৪৫ জাতীয় দিবসঃ ২৩শে সেপ্টেম্বর আরব উপদ্বীপের চার-পঞ্চমাংশ জুড়ে অবস্থান করা সৌদি আরব মধ্য প্রাচ্যের বৃহত্তম রাষ্ট্র। দক্ষিণ-পশ্চিম এশিয়ায় সৌদি আরব তিনটি মহাদেশ এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার সন্ধিস্থানে অবস্থান করছে। পশ্চিমে এর সীমান্ত লোহিত সাগর আর পূর্বে আরব উপসাগর দ্বারা চিহ্নিত। সৌদি আরব মূলত, একটি ইসলামিক রাস্ট্র-শাসন ব্যবস্থা। সৌদি আরব একটি সার্বভৌম আরব-ইসলামি দেশ।

এই দেশের ধর্ম ইসলাম। সৌদি সরকারের ক্ষমতার উত্স কোরআন ও রাসূলের হাদিস এবং দেশের সব বিধান ও আইন এর আলোকেই প্রণীত। বলা চলে আল্লাহর কিতাব কোরআন এবং মুহাম্মদ (সা.)-এর হাদিসের সংবিধান অর্থাত্ সকল আইন ও বিধির উত্স। ইসলামের বিধান অনুসারে ন্যায়বিচার, পরামর্শ ও সাম্য সরকার পরিচালনার নিয়ামক। রাষ্ট্রভাষা আরবি এবং রিয়াদ এর রাজধানী।

সৌদী আরবের ইংরেজি নাম, ‘কিংডম অব সউদি এরাবিয়া’। বোঝাই যায়, এটি একটি রাজতান্ত্রিক রাষ্ট্র। ইসলামের প্রাণকেন্দ্র মক্কা শরীফ এবং মদিনা শরীফ এই রাজতন্ত্রের দখলে! কবে থেকে এবং কীভাবে এই দখলদারিত্ব শুরু হলো সেটা জানতে হলে একটু পিছনের ইতিহাস দেখতে হবে। সৌদী আরবে দুইটি পরিবারের সমন্বয়ে রাস্ট্রীয় ও ধর্মীয় শাসন চলছে। একটি মোহাম্মদ বিন সৌদের পরিবার, রাস্ট্রের শাসনব্যবস্থার দায়িত্বে আরেকটি মোহাম্মদ বিন আব্দুল ওহাবের পরিবার ধর্মীয় বিষয়ের দায়িত্বে নিযুক্ত।

‘মোহাম্মদ বিন আব্দুল ওহাবের আবির্ভাবের পূর্বে সৌদ পরিবার ছিল আর-দশটা গোত্র প্রধানদের মতোই সাধারণ। জীবন ধারণের আয়ের উত্স ছিল খেজুর চাষ, টুকিটাকি ব্যবসা ও ঘোড়ার খামার। নিজেদের একটু শক্তিশালী মনে করলে অন্যান্য বেদুইন গোত্রের সাথে মিলে বাইরের কোনো এলাকায় অভিযান চালাত আর দুর্বল পরিস্থিতিতে নিজেদেরকে সঙ্কুচিত করে এলাকাই থাকত। সংযমী, স্বাধীন, কিন্তু সাম্রাজ্য দখল বা বর্হিবিশ্বে পরিচিতি পাওয়ার মতো কোনো যোগ্যতা ছিল না। সৌদি আরবের জাতীয় পতাকা ১৯৭৩ সালের মার্চ ১৫ হতে ব্যবহার করা হচ্ছে।

এটিতে সবুজ বর্ণের মধ্যে সাদা অক্ষরে আরবি ভাষায় কলেমা তাইয়্যেবাহ্ এবং একটি তরবারি প্রদর্শিত হয়েছে। সৌদি আরবের জনসংখ্যাঃ দশ দশমিক সাত বিলিয়নের মত। বিশ্বের ধনী কতগুলো দেশের মধ্যে সৌদি আরব অন্যতম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।