আমাদের কথা খুঁজে নিন

   

আরও তিনজনকে গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের বদরগঞ্জে দুই গৃহবধূকে নির্যাতন

বাংলা আমার দেশ রংপুরের বদরগঞ্জে গ্রাম্য সালিশে গৃহবধূ শাহিদা বেগম ও হ্যাপি আক্তারকে নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত আরও তিন জনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ২১ আগস্টের মধ্যে তাদের গ্রেফতারের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ওই নির্যাতনের ঘটনার ছবি নিু আদালতে দাখিল করার জন্য বদরগঞ্জের ওসিকে নির্দেশ দেয়া হয়েছে। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ রোববার এই নির্দেশ জারি করেছেন। যাদের গ্রেফতার করতে বলা হয়েছে তারা হলেন বাবুল, বাপা ও মহিবুল।

ওই দুই গৃহবধূর মুখে নির্যাতনের নির্মম কাহিনী শোনার পর ঘটনার সঙ্গে এই তিনজনের নাম জড়িত থাকার কারণে আদালত তাদেরও গ্রেফতারের নির্দেশ দেন। এর আগে দেয়া আদালতের নির্দেশে রোববার বদরগঞ্জ থানার ওসি ওই দুই মহিলাকে হাইকোর্টে হাজির করেন। আদালত ওই দুই মহিলার কাছে ঘটনার বিবরণ জানতে চাইলে তারা বলেন, আমরা আনসার-ভিডিপির সদস্য। ঘটনার আগের দিন নির্বাচনে ডিউটি করে বাসায় ফিরছিলাম। পথিমধ্যে জানতে পারি, আমাদের বিরুদ্ধে সালিশ বসেছে।

মহিলা কেন ডিউটিতে গেল এমন অপরাধে আমাদের মারধর করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট কোর্টের ডিএজি ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, আদালত দুই মহিলার মুখে ঘটনার বিবরণ শুনেছে। কারা ঘটনার সঙ্গে জড়িত ছিল জানতে চাইলে তারা আদালতকে আসামিদের নাম বলেছে ও ছবি দেখিয়েছে। তাতে দেখা গেছে নতুন তিন জন আসামি রয়েছে। ঘটনার ছবিতেও ওই নতুন তিন আসামি রয়েছে।

এ অবস্থায় আদালত ওসির কাছে জানতে চেয়েছেন ওই তিন জনকে কেন গ্রেফতার করা হয়নি। ওসি বলেছেন, চেষ্টা করছি তবে পারিনি। আদালত ২১ তারিখের মধ্যে তাদের গ্রেফতার করে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেছেন। উল্লেখ্য, ২৩ জুন বদরগঞ্জের কাশিগঞ্জ গ্রামে গ্রাম্য সালিশে ওই নির্যাতনের ঘটনা ঘটে। এরপর হাইকোর্ট সুয়োমোটো রুল ও আদেশ জারি করেন।

এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত চেয়ারম্যানসহ এরই মধ্যে ৭ জন গ্রেফতার হয়েছে। আরও তিনজনকে গ্রেফতারের নির্দেশ হাইকোর্টের ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।