আমাদের কথা খুঁজে নিন

   

কই রে আমার ছোট্টবেলার খেলার সাথী কই

হঠাত্ রাস্তায় আফিস অঞ্চলে হারিয়ে যাওয়া মুখ চমকে দিয়ে বলে বন্ধু কি খবর বল, কতোদিন দেখা হয়নি। ...... কই রে আমার ছোট্টবেলার খেলার সাথী কই ডাঙ্গুলি আর কানামাছি চড়ুইভাতি কই.... বন্ধুর কথা বলরেই আমার সেইদিনগুলো চোখের সামনে ভেসে ওঠে। এখন আর সময় দেয়া হয়না বন্ধুদের। সবাই ব্যস্ত। ব্যস্ত তার সংসার নিয়ে, জীবনযুদ্ধে।

এই মোবাইলের যুগেও বন্ধুদের খবর নেয়া হয়না। বন্ধুরা কে কোথায় আছে জানি না। তবুও মাঝে মাঝে একলা থাকলে বন্ধুদের কথা মনে পড়ে। নিজের অজান্তেই চোখ থেকে পড়ে দুফোটা অশ্রু। ভালোবাসার, বন্ধুত্বের।

আমার বন্ধুরা তোমাদের কথা খুব মনে পড়ে কিন্তু যোগাযোগ করা হয়না। এজন্য আমি দু:খিত। ভালো থেকো তোমরা যে যেখানে আছে। সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছ। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।