আমাদের কথা খুঁজে নিন

   

মাত্রার প্রতি অভিযোগ আবিদের পরিবারের,মুসা কী বলে?

কিছুদিন আগে সামুতে একটা ব্লগ লিখেছিলাম, মুসা ইব্রাহীমের লেখার জবাবে। এভারেষ্ট অভিযানে যাওয়ার পূর্বে বিজ্ঞাপনী সংস্থা মাত্রার আর্থিক সাহায্যপুষ্ট মুসা আবিদের অকাল মৃত্যুতে মাত্রার কোন দায় দেখেননি। অনেকটা অযাচিতভাবে একটা বেসরকারি লাইফ গার্ড প্রতিষ্ঠানের সমালোচনা করে নিজেকে জাতির বিবেক বলে জাহিরের নির্লজ্জ্ব চেষ্টা করেন। ধারনা করি আমাদের মুসা এই মোবাইল কোম্পানীর কাছে এভারেষ্ট অভিযানে যাবার পূর্বে অর্থ সাহায্য চেয়ে অর্ধচন্দ্র পান। তিনি কি তার প্রতিশোধই নিলেন এর মাধ্যমে।

সুশীলদের অনেক কাজের ব্যাখ্যা আমরা সাধারনেরা খুজে পাই। প্রথম-আলো যে কিনা মুসার প্রধানতম পৃষ্ঠপোষক তারা অনেক ছোটখাট বিষয়কে বড় ইস্যু করে তুলতে পারঙ্গম, তারাও এই অকাল মৃত্যুতে কাউকে দোষারোপ করেনি। কারন মাত্রা তাদের মিডিয়া সঙ্গী, আর মোবাইল কোম্পানী তাদের কমার্শিয়াল পার্টনার। কারন ওরা জানে বানিজ্যে বসতি লক্ষ্মী। সৎ সাংবাদিকতা আর বানিজ্য একই সরল রেখায় চলে না।

চেনা ভন্ডদের চেয়ে মুখোশধারী সুশীল অনেক ক্ষতিকর। আবিদের পরিবার তার মৃত্যুর জন্য মাত্রাকে দায়ী করেছেন। দেখি জাতির বিবেক মুসা এই অসহায় পরিবারটির পাশে থাকেন কিনা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.