আমাদের কথা খুঁজে নিন

   

মৎস বিলাপ ১

সুখ চাহি নাই মহারাজ—জয়! জয় চেয়েছিনু, জয়ী আমি আজ। ক্ষুদ্র সুখে ভরে নাকো ক্ষত্রিয়ের ক্ষুধা কুরুপতি! দীপ্তজ্বালা অগ্নিঢালা সুধা জয়রস, ঈর্ষাসিন্ধুমন্থনসঞ্জাত,সদ্য করিয়াছি পান—সুখী নহি তাত, অদ্য আমি জয়ী। মাৎসর্য বিষদশন কামড়ে রে অনুক্ষণঃ মধুসূদন দত্ত ১. মীনের খবর রাখো না ধীবর জাল ফেলো দূর ভুল সাগরে মীন তো ওড়ে, কেবল ওড়ে ওড়ার পথে স্বপ্নরমন, দহন-দূষন ব্যয় হয় সব সূর্য কিরন জল সন্ধানে দেহ খনন জল মেলে না, আগুন জলে মীনের ছায়া হাসে খেলে এবং ধীবর জাল ফুটো হয় মীন মিশে যায় বিল হাওড়ে। ২. ছিল, এই মাত্র আলোড়ন তুলে চুপ, জলে বিস্তারিত ঢেউ সাক্ষী, ছিল বায়ুপর্দা তুলে মহাকাশ বিহারী নাক শেওলা-সব মুছে। দেখেছি তার পুচ্ছময় বিপুল খেলাধুলা আঁশে গ্রন্থিত সাতারের মাইলেজ গ্যালারী নন্দিত ঝাঁপ, পাখার ঝাঁপট যা কিছু দেখেছি তার প্রবল দাপট নব্বই শতাংশ ছিল জলে। ছিল, এখন নিথর সব, মৃত্যুজলে হিম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।