আমাদের কথা খুঁজে নিন

   

দেলোয়ার হোসাইন সাইদী ও রমজানের ঢাকা

দেলোয়ার হোসাইন সাইদী এখন কোথায় জানে না কে? বিগত ঈদের দিন কেটেছে যার জেলের লকাপে, সেখানেই আছেন বছর খানেক সময়। এখন রমজান মাস। শয়তান বাঁধা থাকে শুধু তার বানানো সাগরেদরা ছাড়া। এমাসে মানুষ শেখে শৃংখলা, ভালোবাসা। খারাপ ছেড়ে ভালো হতে এর চে আর বড় সুযোগ আর কোথায়? কদিন থেকে দেখছি, এখানে সেখানে মানুষ ইফতারের আগ দিয়ে ইসলামিক ওয়াজ বাজাচ্ছে, তাও আবার সে মানুষটার যে এই বছরের ঈদটিও হয়তো করবেন জেলের শিকলের মধ্যে। কেউ কি কখনও ভেবেছিল, যার হাতে শত শত ওমুসলিম মুসলমান হয়েছে, যিনি আল্লাহের ঘর কাবার বিখ্যাত ইমামের ঘনিষঠ জন তাঁকে আজ এই পরীক্খার সামনে পড়তে হবে? ভাল লাগছে যে ওন্তত এদেশের মানুষ পবিত্র রমজান মাসে শয়তানের শিকল থেকে ছাড়া পেতে শুরু করেছে। আবার শুনছে সাইদী সাহেবের ওয়াজ। লেখাটি আমার ব্যাক্তিগত আবেগ আর সাইদীর ওয়াজের প্রতি আন্তরীক ভালোবাসা থেকে লেখা। কেউ ওন্য মানে না খুঁজলে খুশি হবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.