আমাদের কথা খুঁজে নিন

   

১০ টাকা/কেজি চাল খাবো, আর ডিজিটাল বাংলাদেশ গড়বোঃ যারা হাসিনার এই শ্লোগানের পক্ষে তারা হাত তুলেন!

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ বৃটেনে আসার পর আল্লাহর কাছে স্রেফ শুকরিয়া আর শুকরিয়া করছি। মার্কেটে গেলেই ১ পাউন্ডে(১২০ টাকা) ৩ লিটার দুধ কিনতে পারছি। ২ পাউন্ডে বড় সর মুরগী পাওয়া যায়। পক্ষান্তরে ঢাকায় ফোন করে জানলাম এক লিটার দুধের দাম বর্তমানে ৬০ টাকা। চিনির কেজি ৭০ টাকার উপর।

আর গড়ে বেশীর ভাগ মানুষই ৪০ টাকার বেশী দরের কেজি চাল খাচ্ছে। কি রিকশাওয়ালা, দিনমজুর, কুলি র্দূগন্ধ ও পাথড় যুক্ত এড়িয়ে একটু ভাল চালই কিনে। এমনিইতেই দাম বাড়ছিল তার উপর পবিত্র রমজান মাসে যেন দ্রব্যমূল্যের বিস্ফোরণ ঘটেছে! তারপরেও হাসিনা গলাবাজি করছেন যে সে দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর নাকি মানুষ ৪ বেলা পেট ভরে খেতে পারছে পৃথিবীতে হাসিনার মত নির্লজ্জ নেতা আছে কিনা আমার অন্তত জানা নেই নেটে এবং মাঝে মধ্যে টিভিতে ঢাকা সহ সারা দেশের মানুষের চেহারায় হাসি-খুশী কোথায় যেন উধাও হয়ে এখন সাধারণ মানুষকে ভিন গ্রহের প্রাণী মনে হয়। তার পরেও হাসিনা দিব্যি মনের সুখে বলে বেড়াচ্ছেন তার আমলে বাংলাদেশের মানুষ খুব শান্তিতে আছে। অবশ্য ১০ টাকা কেজি চাল খাওয়ানোর মূলা ঝুলিয়ে এবং ভারতীয় ষড়যন্ত্রে ৩/৪ অংশ সংসদীয় আসন জিতে টেন্ডারবাজি, দখল, শেয়ার বাজারে হরিলুট, বিদ্যুতের পাওয়ার রেন্টাল, কানকো-ফিলিপসকে ৮০% গ্যাসের মালিকানা দান, ভারতকে বিনা মাশুলে স্থল ও সমুদ্র বন্দর করিডোর প্রদান করে হাসিনা মহা সুখেই থাকার কথা।

তার উপর নাটোরে ও লক্ষীপুরে দলীয় খুনীদের মৃত্যুদন্ড হতে ঠুটো-জগন্নাথ, অন্ধ-আজ্ঞাবাহী জিল্লুর মাধ্যমে বাচিয়ে পুনরায় জনসমক্ষে বুক ফুলিয়ে চলতে দিয়ে দেশের জনগণকে বুঝিয়ে দিল হাসিনা যে এই বাংলাদেশ আমার বাপের জমিদারী আমি যা চাইব সেটাই হবে এখানে। তাই ১০ টাকা কেজি চাল সহ সস্তায় খাদ্যদ্রব্য খাওয়ানোর ওয়াদা করে কোন অন্যায় করিনি তারপরেও হাসিনার সমর্থকদের অন্ধভক্তির কমতি নেই। দেশ জাহান্নামে যাক কিন্তু হাসিনার অন্যায়ের প্রতিবাদ করা যাবে না। করলেই হামালা, জুলুম, মামলা, খুন-গুম করে দেওয়া হবে। কারোই নিস্তার নেই।

বিচার বিভাগের প্রধান বিচারপতি পর্যন্ত তথাকথিত মুজিবের স্বপ্ন বাস্তবায়ন যা প্রকৃত অর্থে জিল্লুর মতই হাসিনার আজ্ঞাবাহী হওয়ার প্রকাশ্য খায়েশ করেছেন। দেশের মানুষ যাবে কোথায়? তাই আমার প্রশ্ন এখনও কারা কারা ১০ টাকা/কেজি চাল খেতে ও মুজিব-হাসিনার স্বপ্নের ডিজিটাল-বাকশাল বাংলাদেশ গড়তে চান? হাত তুলেন.........  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।