আমাদের কথা খুঁজে নিন

   

আজব দেশের আজব নিয়ম " বিমানবন্দরে ছবি তোলা যাবে না "

ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :) ভাই শুনেছেন বিমানবন্দরে ছবি তোলা যাবে না ... তুলতে হলে মা(সাহারা)কালীর অনুমতি লাগবে আসেন আগে কিছু ছবি দেখি তার পরে বলছি আসল কাহিনী .... ১# ২# ৩# ৪# ৫# ৬# ৭# ৮# ৯# ১০# ১১# ১২# অনেক দিন ধরে ব্লগার মাহবু১৫৪মাহবুব ভাই এর সাথে দেখা করার কথা থাকলেও সময় ও সুযোগ হয়ে ওঠে না । আজ হঠাৎ সেই সুযোগটা এলো । সকাল ১১টার দিকে মাহবুব ভাই এয়ারপোর্টে এসে পৌঁছুলেন । কথা ছিলো আমি আগেই ওখানে গিয়ে বসে থাকবো কিন্তু উনার কল দেওয়ার কথা ছিলো বিশ্বরোড এ এসে .। কল ঠিকই দিয়েছিলেন উনি ,, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ঐ সময় অন্য একজনের সাথে একটু বিশেষ আলাপে ব্যাস্ত ছিলাম এবং ডুয়েল সিম মোবাইল হওয়ায় কেন জানি উনার কল আসেনি । তার উপর চরম বৃষ্টিও শুরু হয়েছে সেই মুহুর্তে ।অবশেষে আমি যখন উনাকে ফোন দিলাম ইতিমধ্যে ভাইজান ১০ মিনিট পার করেছেন যাত্রী ছাউনিতে বসে । খানিক বাদে আমি আধভেজা হয়ে ওনার কাছে পৌঁছালাম বৃষ্টিও থেমে গেল এর পর দুজন গল্প করতে করতে এয়ারপোর্টের ভেতরে ঢুকলাম । বৃষ্টিভেজা দিন মেঘলা আকাশ আর এয়ারপোর্টের ভেতরের পরিবেশটাও সুন্দর এখন ..। সাথে ছবিও তোলা হবে গল্পও করা হবে কিন্তু কয়েকটা ছবি তোলার পর হঠাৎ পিছন দিক থেকে এক পাহারাদার বর্ডার গার্ডদের মত পোশাক পরা লোক এসে আমাদের বলে কি ""ছবি তুলছেন কেন ??? অনুমতি নিয়েছেন ??? সমস্যা আছে ভাই ছবি তোলা যাবে না !!!!!! কি আর বলবো এরে কিছু বলা আর কলা গাছের সাথে কুস্তাকুস্তি করা সমান কথা .. তাই কোন কথা না বাড়িয়ে নিজের মনে এই রোজা রমজানের মাসেও ঐ মুখপোড়া কালা বান্দর্নী মা(সাহারা)কালী রে গালি দিতে দিতে চলে এলাম বের হয়ে .....!!!! এই আজব দেশে আর থাকতে মন চায় না আল্লাহ আমারে তুইলা নাও !! না হইলে ঐসব আ*** নেতাগো উপ্রে গজব নাজিল কর !!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।