আমাদের কথা খুঁজে নিন

   

একের ভিতর সব আই-স্কাইসফট [ ৫৯ ডলারের অডিও-ভিডিও কনর্ভাটার পুরোটাই বিনামূল্যে ]

Good decision comes from experience, but experience comes from the bad decision.........so don't worry go ahead and learn from them. অডিও কিংবা ভিডিও ফাইল পারস্পরিক রূপান্তরের জন্য সবারই শরনাপন্ন হতে হয় তৃতীয় পক্ষের কোনো সফটওয়্যারের। বিনামূল্যে অনেক ধরণের সফটওয়্যার থাকলেও উপযুক্ত কাজটি সঠিকভাবে আদায় করা যায় না কোনো কনর্ভাটার থেকেই। সবচেয়ে বড় দুর্বলতা সব ধরণের ফাইল রূপান্তর করতে না পারা। অধিকাংশ আবার সাতদিন কিংবা ত্রিশ দিন পেরোতোই জেঁকে বসে রেজিস্ট্রেশন করানোর বায়না নিয়ে। এসব ঝামেলায় না যেতে চাইলে আপনার জন্য আছে সহজ সমাধান- মাত্র ১৭.৩৭ মেগাবাইট আকৃতির ক্ষুদে সফটওয়্যার আই-স্কাইসফট ভিডিও কনর্ভাটার আলটিমেট, নামে ভিডিও কনর্ভাটার হলেও একে দিয়ে প্রায় সব ধরণের মিডিয়া ফাইল পারস্পরিক রূপান্তর করার পাশাপাশি ব্যবহার করা যাবে অডিও এবং ভিডিও এডিটর হিসেবে।

এমনকি সিডি/ডিভিডি বার্ণ করা, কোনো গান অথবা ভিডিওতে লুকিয়ে থাকা বিশেষ অংশ প্রয়োজনে কেটে নেওয়ার জন্য ক্লিপিং অপশনও পাওয়া যাবে। আর অনলাইন থেকে সরাসরি লিংক দিয়ে মিডিয়া ফাইল ডাউনলোড করার ব্যবস্থা তো থাকছেই। এজনজরে উল্লেখযোগ্য ফিচারগুলো: ১) ভিডিও এডিটিং: ২) সিডি/ডিভিডি বার্ণ: ৩) ক্লিপ বা নির্দিষ্ট অংশ কেটে নেওয়া: ৪) লিংক থেকে ডাউনলোড বা ইউআরএল ডাউনলোড: যে সব ফাইল ফরমেটের পারস্পরিক রূপান্তর করা যাবে: ডাউনলোড লিংক: http://1337x.org/torrent/288792/0/ পরিশেষে: কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। সেজন্য ৫৯ ডলারের এই সফটওয়্যারটির নিবন্ধন করার বায়না নিয়ে জেঁকে বসতে না পারে তাই রেজিস্ট্রেশন কোড মিলিয়ে দেওয়া হচ্ছে একেবারে বিনামূল্যে। বি:দ্র: ভুলভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

। । আর পোস্টা কেমন হলো অবশ্যই জানাবেন। । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.