আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামে চালু হলো ডিজেল ইলেকট্রিক ট্রেন,

কথায় নয় কাজে প্রমান করে দেখুন । দেশে প্রথমবারের মতো চালু হলো ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিটস (ডেমু) ট্রেন। শনিবার চট্টগ্রাম-কুমিল্লা রুটে এ ট্রেনটি যাত্রা শুরু করে। সকাল সাড়ে ৯টায় ট্রেনটি চট্টগ্রামের পাহাড়তলী স্টেশন ত্যাগ করে। সূত্র জানায়, ডেমু ট্রেন বাংলাদেশে প্রথম চালু করা হলো।

এটা সফলতার মুখ দেখলে দেশের অন্য রুটেও ডেমু ট্রেন চালু করা হবে। মূলত দ্রুত ও আরামদায়ক ভ্রমনের জন্য টেনটি খুবই উপযোগী। এছাড়া এ ট্রেন রাস্তায় চাপ সৃষ্টি করবে না। এই ডেমু ট্রেন একের অধিক ডিজেল ইঞ্জিনে চালিত হয়। এ ধরনের প্রতিটি ট্রেন কমলাপুর-নারায়ণগঞ্জ রুটের ২০ কিলোমিটার পথে একদিনে ছয়বার যাওয়া আসা করতে পারবে।

সূত্র আরও জানায়, ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেতে বাসে যদি দুই ঘণ্টা লাগে তবে এই ট্রেনে তা ২০ থেকে ২৫ মিনিটে যাওয়া সম্ভব। প্রতিটি ট্রেন একবারে ৩শ’ যাত্রী বহন করতে সক্ষম যার গতি থাকবে ঘণ্টায় ৬০ কিলোমিটার।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.