আমাদের কথা খুঁজে নিন

   

রোজাকালীন সময়ে কেন ধুমপান করা যাবে না??????আপনার জানা থাকলে প্লিজ যুক্তিগুলো বলুন।।

আমি এক কথায় স্বপ্নবাজ........স্বপ্ন দেখি সাইক্লোন হয়ে উড়িয়ে দেই ক্লেদ,পরতে চাই মহাকালের নবীনযোদ্ধার সাজ। দুই ঘন্টার টানা ক্লাস এই রোজার মধ্যে। ক্লাসের পেইন শেষ হবার পর সবাই মিলে চা এর টং এ বসলাম। দোকান বন্ধ। কিন্তু বেঞ্চগুলি আছে।

তো এক বন্ধুর প্রচন্ড সিগারেট খেতে ইচ্ছে করল। কিন্তু রোজা যে। সে সবাইকে প্রশ্ন ছুড়ে দিল,রোজায় কেন সিগারেট খাওয়া যাবে না???? এমনকি বাজী ধরে বসল। না খাওয়ার উপযুক্ত কারন বলতে পারলে খাওয়াবে ইফতারের পর। এক এক জন এক এক কথা বলে।

শেষ পর্যন্ত কোন উপযুক্ত উত্তর পাওয়া যায় নি। ব্লগার ভাইয়া ও আপুরা,আপনাদের মতামত জানতে চাইছি এই বিষয়ে। যুক্তি গুলো শুনলে অন্যকে বলতে পারব। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।