আমাদের কথা খুঁজে নিন

   

পিএইচডি-এমবিএ ডিগ্রি নিয়ে আবেদন পিয়ন হতে!

আমি অতি সাধারন.... মনমোহন সিং রাঠোর, কম্পিউটার বিজ্ঞানে এমফিল ডিগ্রি রয়েছে এ যুবকের। সাংবাদিকতায় একটি ডিগ্রিও রয়েছে তার। এখন শিক্ষকতা করছেন বেসরকারি একটি স্কুলে। মারাঠী যুবা মহমোহনও আবেদন করেছেন চাকরির জন্য। চাকরিটি হলো পিয়নের।

শুরুতে মাস গেলে বেতন ৪ হাজার ৭০০ রুপি। তা বেড়ে ৭ হাজার রুপি পর্যন্ত হতে পারে। ভারতের অর্থনীতি এগিয়ে গেলেও তা যে যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারছে না, তা স্পষ্ট হলো মনমোহনের কথায়। "আমার কয়েকটি বড় ডিগ্রি রয়েছে সত্যি, কিন্তু চাকরির নিশ্চয়তা কোথায়? এ চাকরিটি তো সরকারি। পেলে হাঁফ ছেড়ে বাঁচবো", বললেন তিনি।

রাজস্থানের উদয়পুরের মোহন লাল সুখাডিয়া ইউনিভার্সিটি পিয়নের ১৫টি পদের জন্য চাকরির বিজ্ঞাপন দিয়ে ৩ হাজার আবেদনপত্র পেয়েছে। আবেদনপত্রগুলো পর্যবেক্ষণ করে এনডিটিভি দেখেছে, আবেদনকারীদের মধ্যে পিএইচডি, এমবিএ ডিগ্রিধারীও রয়েছে। পিয়নের চাকরির জন্য এত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের আবেদনে বিস্ময় প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য আই ভি ত্রিবেদী। তিনি জানালেন, এ পদে এমন যোগ্যতার প্রার্থীদের আবেদন আগে কখনো দেখেননি তিনি। চাকরিপ্রার্থীরা বলছেন, এ চাকরিটি সরকারি বলে পেনশনসহ অন্য সুবিধাগুলোর নিশ্চয়তা থাকে।

তাই পদ ছোট হলেও তা লোভনীয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।