আমাদের কথা খুঁজে নিন

   

যৌন নির্যাতন ৬ মাসে শিক্ষাঙ্গনে ২৯৪ ছাত্রী নির্যাতিত

ইতিহাসের পেছনে ছুটি তার ভেতরটা দেখবার আশায় ভেঙে পড়েছে শিক্ষকদের মূল্যবোধ। শিক্ষাঙ্গনে বাড়ছে যৌন হয়রানি। শিক্ষক দ্বারা যৌন হয়রানির বিষয়টি এখন দেশব্যাপী আলোচিত। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরাও যৌন হয়রানির শিকার হচ্ছে। আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত শিক্ষাঙ্গনে ২৯৪ জন ছাত্রী নির্যাতিত হয়েছে।

গত আড়াই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়েই ৭ জন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন ছাত্রীরা। কিন্তু একজনের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। যৌন হয়রানির ঘটনায় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ঘটনা সবচেয়ে আলোচিত। প্রতিষ্ঠানটির বসুন্ধরা শাখার শিক্ষক পরিমল জয়ধর কর্তৃক ১০ম শ্রেণীর এক ছাত্রী ২৮শে মে ও দ্বিতীয় দফা ১৭ই জুন যৌন হয়রানির শিকার হয়। যৌন হয়রানির ঘটনায় শনিবার কিশোরগঞ্জে একটি আলিম মাদরাসায় ভাঙচুর হয়েছে।

সমপ্রতি প্রাথমিক স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যায়ের ছাত্রীরা পর্যন্ত যৌন হয়রানির শিকার হচ্ছে। দেশের শিক্ষাবিদরা বলেছেন, ছাত্র-শিক্ষকদের মূল্যবোধ ভেঙে পড়েছে। ফলে শিক্ষাঙ্গনে যৌন হয়রানি বাড়ছে। এর আগে ইভটিজিংয়ের ঘটনা ছিল দেশব্যাপী আলোচিত। গত দু’মাস ধরে শিক্ষাঙ্গনে যৌন হয়রানির শিকার হয়েছে বেশ কয়েকজন ছাত্রী।

এর মধ্যে দ্বিতীয় ও ৫ম শ্রেণীর ছাত্রীও রয়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষকদের জেল পর্যন্ত দেয়া হয়েছে। তারপরও থামছে না যৌন হয়রানি। নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ কাদেরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শংকর চন্দ্র ভৌমিককে ১৯শে জুলাই ৬ মাসের কারাদণ্ড দেয় আদালত।

এক গৃহবধূকে যৌন হয়রানি করায় কবিরহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ৫০৯ ধারায় ওই শাস্তি দেন। ঝিনাইদহের কোটচাঁদপুর কাগমারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কামরুল ইসলামকে এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রী ধর্ষণের অভিযোগে ১৮ই জুলাই গ্রেপ্তার করে। কিশোরগঞ্জ পাকুন্দিয়া মির্জাপুর আলিম মাদারাসার অধ্যক্ষ মতিউর রহমানের বিরুদ্ধে আলিম ১ম বর্ষের ৩ ছাত্রী ৮ই জুন যৌন হয়রানির অভিযোগ করে। ওই ঘটনার প্রতিবাদে শনিবার শিক্ষার্থীরা মাদরাসায় ভাঙচুর করেছে। নোয়াখালীর চৌরাস্তা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ২০শে জুন বিকালে প্রাইভেট পড়ানোর কথা বলে ধর্ষণ করে।

ওই ঘটনায় সুধারাম মডেল থানায় মামলা হয়েছে। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাককে ১৩ই জুলাই জুতাপেটা করা হয় স্কুলে অসামাজিক কাজে ধরা পড়ায়। পাবনার ঈশ্বরদী বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম ৭ম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নির্যাতন করায় ১২ই জুলাই ভ্রাম্যমাণ আদালত ৪ মাসের কারাদণ্ড দেয়। ১ম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ১২ই জুলাই মিরপুর মাদরাসাতুল আহ্বার নূরানী হাফেজিয়া মাদরাসার শিক্ষক জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। গত আড়াই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ৭ জন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হলেও কার্যত সেটি অচল। গত এক বছরে কমিটির কোন বৈঠকই হয়নি। একাধিকবার ছাত্রীরা অভিযোগ করলেও কোন বিচার পাননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক তাজেমরী এস এ ইসলাম বলেন, শিক্ষাঙ্গনে এখন মেয়েরা নিরাপদ নয়। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়েও ছাত্রীরা যৌন হয়রানির শিকার হচ্ছে।

তিনি বলেন, শিক্ষকদের মূল্যবোধের পতন হয়েছে। এছাড়া আইন থাকলেও তা প্রয়োগ করা হচ্ছে না। সব জায়গায় রাজনৈতিক বিবেচনা করা হচ্ছে। এ কারণে শিক্ষকরূপী দুর্বৃত্তরা পার পেয়ে যাচ্ছে। দর্শন বিভাগের প্রবীণ অধ্যাপক ও বিশিষ্ট দার্শনিক অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, এটা স্পষ্টই বোঝা যাচ্ছে ছাত্র-শিক্ষকদের মূল্যবোধের মধ্যে পচন ধরেছে।

তিনি বলেন, আগে ছাত্রীরা ছাত্রদের সঙ্গে কথা বললেও অনুমতির প্রয়োজন হতো। এখন শিক্ষকদের দ্বারাই ছাত্রীরা যৌন হয়রানির শিকার হচ্ছে। এটা লজ্জাজনক। তিনি বলেন, এ ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে না পারলে মানুষের আস্থার জায়গা থাকবে না। তিনি বলেন, কিছুদিন আগে ইভটিজিংয়ের উৎপাত দেখেছি।

এখন শিক্ষকদের দ্বারাই যৌন হয়রানির শিকার ছাত্রীরা। এতে বোঝা যাচ্ছে আমাদের মূল্যবোধ কোথায় গিয়ে ঠেকেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক হারুন-অর-রশিদ বলেন, সমপ্রতি বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এতে আমরা বিচিলিত। তিনি বলেন, এসব ঘটনা সমাজে বাড়তে থাকলে মানুষ শিক্ষকদের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলবে।

তিনি বলেন, যে কয়টি ঘটনা ঘটেছে তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনাই কোচিংকেন্দ্রিক। ক্লাসের প্রতি শিক্ষকদের মনিটরিং বাড়াতে হবে। শিক্ষাঙ্গনে যৌন হয়রানির ঘটনায় চিন্তিত শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী ইতিমধ্যে রাজধানীর ৪২টি প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে বৈঠক করেছে। বৈঠক অনেক শিক্ষকই কোচিং বন্ধের পরামর্শ দিয়েছে।

শিক্ষকদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষক নামধারী দুর্বৃত্তদের লোলুপ দৃষ্টির কারণে ছাত্রীরা মান-সম্মান সম্ভ্রম নিয়ে চলতে পারছে না। এটি ভাবতেও অবাক লাগে। সমাজের নানা অনিয়ম, দুর্নীতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানেও এসব কুলাঙ্গার ঢুকে পড়েছে উল্লেখ করে তিনি বলেন আইনের সর্বোচ্চ কঠোর ব্যবহার ও সচেতনতা দিয়ে এদের রুখতে হবে। তিনি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, ছাত্রছাত্রী, পরিচালনা পরিষদসহ সংশ্লিষ্ট সবাইকে স্ব স্ব অবস্থান থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, নিজ নিজ প্রতিষ্ঠানে সন্দেহভাজন চারিত্রিকভাবে স্খলিত শিক্ষকদের চিহ্নিত করুন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।