আমাদের কথা খুঁজে নিন

   

**সংযম ও আত্নশুদ্ধির আহ্বান নিয়ে পবিত্র রমজান মাস শুরু**

God's rules for traveling the road of life: STOP at least once a day, LOOK for the beauty around you, LISTEN to what your heart is saying. ধর্মপ্রান মুসলমানদের সংযম, আত্নশুদ্ধি এবং ত্যাগের মহিমায় উদ্ভাসিত করার উদ্দেশ্যে পবিত্র রমজান মাসের প্রবর্তন। দিনের বেলায় পানাহার এবং স্বামী-স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকার নামই রোযা। রোযা রাখা শরীর এবং মনের জন্য অনেক উপকারী। রমজান মাসে রোজা রাখা, নামায পড়া এবং অন্যান্য এবাদতের মাধ্যমে প্রতিটি মুসলমান নরনারী মহান সৃষ্টিকর্তার নৈকট্য লাভের চেষ্টা করেন। ৬২৪ খৃষ্টাব্দের মধ্য ফেব্রুয়ারী মুতাবিক হিজরী দ্বিতীয় সনের মধ্য শা’বানে মাহে রমজানকে সিয়াম পালনের জন্য বিধান দিয়ে আল্লাহ্ জাল্লা শানুহু ওহী নাযিল করেন।

পূর্ব যামানার নবী রসূলগণের নিকট যে সমস্ত সহীফা ও কিতাব নাযিল হয়েছিলো, তাও রমজান মাসের বিভিন্ন তারিখে হয়েছিলো। যেমনঃ হযরত ইব্রাহীম আলায়হিস্ সালামের নিকট সহীফা নাযিল হয়েছিলো রমজানের প্রথম রাতে, হযরত মূসা ‘আলায়হিস্ সালামের নিকট তওরাত কিতাব নাযিল হয় ৬ রমজান, হযরত দাউদ ‘আলায়হিস্ সালামের নিকট যবূর কিতাব নাযিল হয় ১২ রমজান, হযরত ‘ঈসা ‘আলায়হিস্ সালামের নিকট ইঞ্জিন কিতাব নাযিল হয় ১৩ রমজান। আল্লাহ্ জাল্লা শানুহু রমজান মাসকে সিয়ামের জন্য নির্ধারিত করে দিয়ে ইরশাদ করেন: রমাদান মাস, যাতে নাযিল হয়েছে মানুষের জন্য দিশারী, সৎ পথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী আল কুরআন। সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস প্রত্যক্ষ করবে তারা যেনো এতে সিয়াম পালন করে (সূরা বাকারা: আয়াত ১৮৫)। প্রিয় নবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু ‘আলায়হি ওয়া সাল্লাম রমাদান মাসের মাহাত্ম্য সম্পর্কে বলেছেন: এর প্রথম ভাগ হচ্ছে রহমত, মধ্য ভাগ হচ্ছে মাগফিরাত এবং শেষ ভাগ হচ্ছে দোযখের আগুন থেকে মুক্তি।

মূল শব্দ রমাদান। এর ফারসী উচ্চারণ রমজান আর আরবী সওম বা সিয়াম শব্দের ফারসী অর্থ রোযা। যে নামেই এই মাসকে ডাকা হয় না কেন, এই মাসের ফজিলত বলে শেষ করা যাবে না। রমজান মাসের প্রকৃত মর্মবানী হৃদয়ে ধারণ করতে পারলে অপার শান্তির সোপান লাভ করা যায়।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।