আমাদের কথা খুঁজে নিন

   

জল টলমল করে

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে জল টলমল করে উপচাইয়া রস পড়ে খেলবি নটি কোন খেলা তোর রূপ দেখিয়া যায় বেলা। তোর বুকের ভেতর বালিহাসঁ সাঁতরে বেড়ায় বারোমাস তোর মিঠা জঙ্গার মিঠা রস নাইবো আমি যদি কস। মাছরাঙ্গাটি খুঁটির পরে সঙ্গমে সে ঝাপদি পড়ে এই না দেখে হিংসে হয় আমি যে তোর পরটি নই। পুবাল বাতাস পরশে উঠে যে ঢেউ হরষে কি ছল কালো শরীরে ডাকি আমি হরিরে। কোনদিন তুই হবি আমার আমি যে তোর রাজকুমার! কথা দিলাম রাখবো সুখে প্রেম দেবনা কোন্ দুখে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।