আমাদের কথা খুঁজে নিন

   

সিন্ডিকেট-১

সিন্ডিকেট নামটার সাথে আমরা সবাই পরিচিত। কোথায় নাই সিন্ডিকেট। সব জায়গায় সিন্ডিকেট। আজ বলব চিনির সিন্ডিকেট নিয়ে ছোট্ট একটা ঘটনা। মন্ত্রী সাহেবের ছেলে আমার বন্ধু বিধায় গত ৪ বছর পরে সৌজন্য দেখা করতে যাই।

প্রথমেই বলে নেই দীর্ঘ ১০+ বছর থেকে এই মন্ত্রীকে আমি চিনি। আলীগ সরকারের যত মন্ত্রী আছে এই মন্ত্রী অনেক সৎ এবং তার এই ছেলেটিও। আর ও ডাবল স্টান্ডধারী। কিন্তু তারপরেও শোনা যায় উনাকে তার সাঙ্গ পাঙ্গ আর আত্মীয় দুরাত্মীয়রা নাকি বিক্রি করে খাচ্ছে। এমন রিমোট জায়গার বড় সাধনার মন্ত্রী তিনি, গরীবের বন্ধু।

কিন্তু আজ তার সুনাম বিক্রি করে খাচ্ছে কতগুলো নরকীট খাদকের দল। যাহোক বন্ধুর বাসায় বৈঠকরুমে অনেক লোক। মন্ত্রীসাহেব শুনছেন আর সুপারিশনামায় সাইন করছেন। আর মোসাহেবরা তেল মারছেন। আমি নির্বাক হয়ে দেখলাম।

একটু খালি হয়ে বন্ধুর সাথে বসলাম। ও সোজা বলল দোস্ত এ কোন দেশ। এরা সবাই চিনি তেল আর ভোগ্যপণ্যের ডিও ব্যবসায়ী এক মন্ত্রীর চামচা। অনেক পণ্য গোডাউনে, দেখিস ১০-১৫ দিনের মধ্যে এরা সিন্ডিকেট করে এই চিনির দাম বাড়িয়ে লাভ করে বের হয়ে যাবে। এদের কত টাকার দরকার?? আর সবই হচ্ছে এক ব্যবসায়ী মন্ত্রীর কারনে।

এর কয়েকদিন পরেই বুঝলাম চিনি কি জিনিস। আর বুঝলাম এদের সিন্ডিকেট কি জিনিস? আর কারা এসব করছেন। তাদের ব্যবসা না জনসেবার জন্য সিবৃাচিত করি???? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।