আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামে কাঊণ্টার ভিত্তিক বাস সাভিস এবং বিবেকহীন সমাজপতিরা

পথের সন্দানে নিরন্তন পথ চলা গত কয়েকদিন ধরে চট্টগ্রামে কাঊণ্টার ভিত্তিক বাস সাভিস নিয়ে হযবরল অবস্হা চলছে । বাস মালিক গণ যারা এই সাভিস জবরদস্তি চালু করতে চান তাদের একমাত্র উদ্দেশ্য যেন তেন প্রকারে এই সাভিস চালু করে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করা । ভাড়া বৃদ্বির উদাহরণ একটি বহদ্দার হাট হতে ইপিজেট পূবের ভাড়া ১১ টাকা, বতমানে জোর করে আদায় করা হচ্ছে ২০ টাকা । কাঊণ্টার ভিত্তিক বাস সাভিস জন্য তারা কোন নতুন বাস নামায় নি । পুরাতন যে বাস , রাইডার চালু আছে তা প্রায়ই ভাংগাচুড়া, জোর করে চালানো হচ্ছে ।

সমস্ত লোকাল বাস বন্দ করে দৌয়া হয়েছে । গতকাল শনিবার শহরের এক কাঊণ্টার এর সামনে দাড়িয়ে তাদের এক পাতিনেতা কথা প্রসংগে বলে ফেললো তারা অতিরিক্ত ভাড়া আদায়ের জন্যই কাঊণ্টার ভিত্তিক বাস সাভিস চালু করেছে , জনগন যাতে বাধা হয়ে না দাড়ায় সে জন্য মেয়র , পুলিশ, স্হানীয় রাজনৈতিক নেতা ,স্হানিয় সাংবাদিক, মিড়িয়া সবকিছু তারা ম্যানেজ করেছে । সবাই যে সতিকার অর্থে ম্যানেজ হয়েছে তা বোঝাই যাচ্ছে, কারণ পুলিশ প্রসাশন কাঊণ্টার ভিত্তিক বাস চালু করার জন্য মরিয়া হয়ে উঠেছে । হঠাং করে ভাড়া বৃদ্বি জনগন যাতে প্রতিবাদ করতে না পারে সে জন্য প্রতি কাউণাটারে পুলিশ পাহারা বসানো হয়েছে । সংবাদপত্রে বা টিভিতে এ সম্পকে কোন খবর নেই , কোন নেতা বা দল জনগনের হয়ে কথা বলে নি ।

হায় অসৎ ব্যবসায়ীদের টাকার কাছে গোটা সমাজের সমাজপতিরা, গোটা প্রশাসন নুয়ে পড়ল ? সবার প্রতি আবেদন জানাচ্ছি, জনগনের পাশে দাড়ান, সমস্যাটি একটু দেখুন । অবশ্য গতকাল স্হানীয় আজাদী পত্রিকায় সম্পাদিকীয় কলামে এ সম্পকে হালকা আলোকপাত করা হয়েছে, । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.