আমাদের কথা খুঁজে নিন

   

ঝরা পাতার গান

আমি সন্ধানি চিল, খুজেঁ চলেছি অন্তরের নীল... এরপর জীর্ন ভাঙা বাড়ির ভাঙা দেয়ালে সবুজ শ্যাওলার নির্মল সংসার একটা অজানা ফুল, খুব সাধারন তাই অচেনা, ভালোলাগা আঁকড়ে ধরে একটা কুনো ব্যঙ হয়তো এখনি লাফ দিবে জলে, একটা সুতো ছেড়াঁ ঘুড়ি হাওয়ার সাথে মিতালি পাতালো বলে, আর একটা ঘাস ফড়িং তুচ্ছ ঘাস ফড়িং সবুজ ঘাসে, এক ফালি চাদঁ, একটা ভাঙা হুদয় অবহেলায় পড়ে থাকে আস্তাকাড়ে।। একটা পাতা ঝরা গাছ মনস্হির করে সব পাতা ঝরাবে আসন্ন শীতে আরো একটা বুনো হাঁস, এক ঝাঁক পাখি ডানা মেলে উড়ে গেলো আকাশে আর দেখো এ অবেলায় স্কুল থেকে ফিরে ধূলোমাটি ঘুমালো বৃস্টির আদরে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।