আমাদের কথা খুঁজে নিন

   

শাস্তি (জাদুকর কবি)

যতীন বাবুর ছেলে- আঠারতে পা’ দেবে, আর দু’বছর গেলে। ছেলে তো নয়; যেন ইঁচড়ে পাকা বাবু, দস্যিপনায় সেরা হলেও; পড়ালেখায় কাবু। বগলেতে বই তার; হাতে থাকে চরকি! সিনেমায় কত মজা! বই পড়ে হয় কি? তার আছে চ্যালা-প্যালা; ঘুরে নিয়ে হাতিয়ার, চষে বেড়ায় পুরো গ্রাম, কম করে আশিবার। কার গাছে আম পাকে, কার গাছে পাকে জাম, সবখেয়ে সাফ করে, গাঁয়ে তার বেশ নাম! সারাক্ষণ তার মাথায় ভনভন চিন্তা, মৌচাকে মৌমাছি, নাচে কেন ধিন্-তা? যেই ভাবা-সেই কাজ, ভাঙ্গ এই মৌচাক, হুলে নাক ঢোল হল, অবশেষে কুপোকাত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।