আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাটা জোছনায় ভিজেছিল

একা ছিলাম না সাথে ছিল কিছু জোনাকি ঘাস ফুল গুলো জোছনায় ভেজা নাকি শিশিরে ? মনে আছে তোমার সেই দিন গুলোর কথা ? আমাকে তুমি "শিশির" ডাকতে আর আমি তোমাকে "ঘাস ফুল" ! শিশিরে ঘাস ফুল ভিজে না ঘাস ফুল জোছনায় ভিজে , আমার ভালবাসায় সিক্ত তোমার এই মিথ্যা কথাটা আমি বহুবার শুনেছি । তোমার শিশির ভাল লাগত আর আমার জোছনা !! তোমাকে যতদিন ফুল কিনে দিতে চেয়েছি তুমি বলেছ ঘাস ফুল কিনে দাও !!! ! ! ! ! চারটি বছর কেটে গেছে ঘাস ফুল গুলো শিশিরে ভিজে নি !! শিশির ঝরার দিন শেষ হয়ে গেছে । এখন জোছনায় ভেজা চারপাশ ! একা জেগে থাকি তারাদের সাথে , জোছানায় ভিজে ঘাস ফুল ! সেই সাথে ভিজে কবিতাটা আর কবিতা লেখার ভুল !! এখন আর কেউ জানতে চায় না ঘাস ফুল কিসে ভিজে ??? এখন জোছনার সময় , সারা শরীর জোছনায় ভিজে যায় ভিজে কবিতার খাতা !!!!!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.