আমাদের কথা খুঁজে নিন

   

এক ট্রাফিক পুলিশ

এখানে পুলিশের আছে ভীষন দুর্নাম হে বঙ্গভাষী, প্রত্যক্ষভাবে তার প্রমাণ পেলাম এ পথে একটা রিকশা আসছিল ধীর বেগে হঠাৎ করেই ট্রাফিক মশাই উঠলেন রেগে কিছু না বলেই রিকশাচালকের কলার ধরলেন চেপে নিরীহ বেচারা ভয়ে নিশ্চুপ, উঠলেন কেঁপে পুলিশ বলল`শালা শুয়োরের বাচ্চা, মারব লাথি চোখে দেখস না জ্বলছে যে লালবাতি! দে বের কর কিছু মাল পানি বেপরোয়া গাড়ি চালানো যে বেআইনি!` দেখলাম সিগন্যাল পোস্টে জ্বলে নি কোন বাতি এ কেমন আজব ব্যাপার? দিন দুপুরে ডাকাতি! জনতা: জানি, ঘটনার প্রত্যক্ষ নীরব সাক্ষী আমি এই কী তবে প্রিয় বাংলা? প্রিয় স্বদেশভূমি? ইতিহাস জানি রাখে না তার কোন খবর শাসকেরা লুটেপুটে খাচ্ছে জবর মন থেকে জানাই শুধুই ধিক্কার এই প্রভাতে বিপ্লবী ফুল ফুটবে কবে জনতার হাতে? ২ নং রেল গেইট, ষোলশহর, চট্টগ্রাম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।