আমাদের কথা খুঁজে নিন

   

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি'র কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাতক্ষীরায় সুধী সমাবেশ থেকে লিখছি/sb]

মানুষে মানুষে সমানাধিকারে বিশ্বাস করি মাত্র কিছুক্ষণ আগে শেষ হলো তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্য-বন্দর রক্ষা জাতীয় কমিটি'র কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাতক্ষীরায় সুধী সমাবেশ। আগামী ২৬ নভেম্বর 'চল চল ঢাকা চল' শ্লোগানে ঢাকায় মহাসমাবেশের প্রস্তুতি'র অংশ হিসেবে জাতীয় কমিটি সারাদেশে ঝটিকা সফর শুরু করেছে। এরই অংশ হিসেবে আজ (২৮জুলাই) সন্ধ্যা ৭ টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি'র পুরাতন ভবনে এই সমাবেশের আয়োজন করা হয়। যশোরের অনুষ্ঠান সেরে সাতক্ষীরায় পৌছতে নেতৃবৃন্দের বাজে প্রায় রাত ৮টা। অনুষ্ঠান শেষ করতে লেগে যায় রাত ১১টা পর্যন্ত।

কেন্দ্রীয় কমিটি'র প্রায় ১০ জন নেতা এ সময় উপস্থিত ছিলেন। সমাবেশে অধীর আগ্রহে অপেক্ষারত মানুষজন গভীর মনোযোগের সাথে শোনেন কমিটির বক্তব্য। কেন্দ্রীয় কমিটি'র অন্যতম নেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপিকা নাসিম আক্তার হোসাইন এবং রাজেকুজ্জামানের বক্তব্য ছিল সবেচেয়ে আকর্ষণীয় এবং তথ্যবহুল। এই দু'জনের বাগ্মিতা এবং বিশ্লেষণাত্মক বক্তব্যে মুগ্ধ দর্শক-শ্রোতারা অনুষ্ঠানের শেষ অবধি অপেক্ষা করেন। আগামীকাল কমিটি খুলনার উদ্দেশ্যে রওনা দেবে।

কমিটির এ ধরনের গণসংযোগ আরও বেশী বেশী করে করা দরকার যাতে করে সাধারণ মানুষ তাদের প্রকৃত বন্ধুদেরকে চিনতে পারে এবং নিজেদের অধিকার আদয়ে সংঘবদ্ভাবে যুগপৎ আন্দোলন করে বিজয় ছিনিয়ে আনতে পারে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।