আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুক পাপীদের জন্য চরম ব্রাউজার ।

কষ্ট পাই , কারন কষ্টকে ভালবাসি যারা ২৪ঘন্টা আমার মত ফেবুতে অনলাইন থাকতে চান , অথচ ব্রাউজার নেট স্পীড এর কারনে বার বার আপনাকে অফ্লাইন দেখায় , নোটিফিকেশন দেখার জন্য বারবার আপনাকে ট্যাব পরিবর্তন করতে হয় , তাদের জন্য আমি নিয়ে এসেছি একটা নতুন ব্রাউজার রকেটমিল্ট । এই ব্রাউজার এ আমি দেখেছিঃ ০১. অফ্লাইন শো করে না । ০২. আপনি যে কোণ সাইট ব্রাউজ করুন , বাই ডিফল্ট সব সময় পাশে যারা অনলাইন এ আছেন তাদের নাম শো করবে । ০৩. আপনি সোনার বাংলাদেশ ব্লগ এ কাজ করার সময়ও ফেবু বন্ধুদের সাথে ইজি চ্যাট চালিয়ে যেতে পারবেন , আপনাকে ট্যাব চেঞ্জ করতে হবে না । ০৪. নোটিফিকেশন , মেসেজ , ফ্রেন্ড রিকুয়েস্ট সব সময় ব্রাউজার এ শো করবে । ০৫. এটা মুলত ফেসবুক এর উপর একটা স্পেশাল ব্রাউজার । তাহলে আসুন ব্রাউজার টা ইনস্টল করি । RockMeltSetup.exe এর পর আপনি রান এ ক্লিক করে , বাংলাদেশ এ থাকলে একটা ঘুম দিতে পারেন , ডাওন লোড হতে থাকবে । ঘুম থেকে উঠে ইউজার নেম আর পাস দিয়ে ফেবুতে লগিন করে , ব্রাউজার এ ঢুকুন তার পর সব পাবেন । স্ক্রীন শটঃ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.