আমাদের কথা খুঁজে নিন

   

জন সচেতনা প্রয়োজন: পেপার টিসু বা পত্রিকা টিসু

নদীর জলে, হিজল তলে। বিশেষ কোন হোটেল ছাড়া প্রায় হোটেলেই খাবারের উপর বা নীচে অথবা হাত মোছার সময় এক টুকরা পেপার এগিয়ে দেয়। আমি যখন অফিসে কাজ করতাম তখন ব্যাপারটা চোখে পড়ে। একদিন দেখি হাতে কালো রং, ব্যাপার কি রং আসল কোথা থেকে? ভালোভালে মনে করাতে মনে পড়ে সেই পেপার টুকরার কথা। আমিত খাবারের পড়ে পেপারের টুকরা দিয়ে হাত মুছেছিলাম! এখন পেপার যদি খাবারে ব্যবহার করা হয় তখন অবশ্যই পেপারের কালি খাবারের গায়ে লাগবে, এটাই সত্য। তাহলে কি আমরা পেপারের সাথে কালি খাচ্চি? ব্যাপারটি আমাকে ভীষন ভাবিয়ে তোলে। আপনারা কি বলেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।